কাঙাল পাকিস্তানে কম! ধাক্কা খেল আমাদের দেশ, দুর্নীতি মামলায় কত নম্বরে ভারত? জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চরম সঙ্কটের মধ্যে রয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। তবে, এবার ওই দেশ একটি বড় সুখবর পেয়েছে। মূলত, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শেহবাজ শরিফ ও অসীম মুনিরের শাসনকালে পাকিস্তানে দুর্নীতি কমেছে। Corruption Perception Index অনুযায়ী পাকিস্তানের র‌্যাঙ্কিং ৭ ধাপ এগিয়েছে।

২০২৩ সালে পাকিস্তানের র‍্যাঙ্কিং হল ১৩৩। যেটি ২০২২ সালে ছিল ১৪০। এদিকে, পাকিস্তানের CPI ১০০-র মধ্যে ২৯ রয়েছে। যা আগে ছিল ২৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের সর্বশেষ রিপোর্টে বিষয়টি সামনে এনেছে। পাশাপাশি, ভারতের কথা বললে আমাদের দেশ  পিছিয়ে গেছে। ২০২২ সালে ভারতের CPI ছিল ৪০। যেটি ২০২৩ সালে কমে ৩৯ হয়েছে।

জানিয়ে রাখি যে, বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে ডেনমার্কে দুর্নীতি সবচেয়ে কম এবং ওই দেশ ৯০ পয়েন্ট পেয়েছে। যেটি সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ডেনমার্কের পাশাপাশি ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের CPI-ও ৯০। আইনের শাসনের ইনডেক্সেও এই দেশগুলি শীর্ষে রয়েছে। অপরদিকে, সোমালিয়ার CPI ১১, ভেনিজুয়েলার ১৩, সিরিয়ার ১৩, দক্ষিণ সুদানের ১৩ এবং হুথিদের দেশ ইয়েমেনের CPI ১৬। এই দেশগুলিতে সর্বনিম্ন CPI পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: রতন টাটার প্রিয় কোম্পানি তুলল ঝড়! ২৫৫ মিনিটেই কামিয়ে ফেলল ১৫,০০০ কোটি টাকা

অর্থাৎ, এইসব দেশে দুর্নীতি ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও, ওই দেশগুলিতে সশস্ত্র সংঘাতের আবহও বজায় রয়েছে। এদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তানের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি জিয়া পারভেজ স্বীকার করেছেন যে পাকিস্তানের এক্ষেত্রে স্কোরে উন্নতি হয়েছে।

আরও পড়ুন: বাজেটের আগে আদানি-আম্বানির ওপর টাকার বৃষ্টি! একদিনেই যা আয় করলেন জানলে চমকে উঠবেন

তিনি বলেন, পাকিস্তান এমন একাধিক পরামর্শ বাস্তবায়ন করেছে যেগুলি তার উপকারে এসেছে। পাশাপাশি, তিনি আরও জানান, এই রিপোর্ট প্রকাশ করে যে অধিকাংশ দেশেরই সরকারি ক্ষেত্রে দুর্নীতি মোকাবিলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটেনি। এদিকে, বিশ্বব্যাপী CPI গড় টানা ১২ বছরে ৪৩ হয়েছে। দুই-তৃতীয়াংশ দেশ ৫০-এর কম স্কোর করেছে। এছাড়াও, সারা বিশ্বে বিচার ব্যবস্থার কর্মকাণ্ডে অবনতি ঘটেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া জানিয়েছেন, বিচার ব্যবস্থার ত্রুটিগুলি দূর না হওয়া পর্যন্ত দুর্নীতি অব্যাহত থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর