বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় ডিজিটাল ভাবে টাকা পয়সা লেনদেনের বিশেষ ব্যবস্থা রয়েছে। কিন্তু তারপরও মানুষ নগদ অর্থের উপর বেশি ভরসা করেন। তবে এখন আর কেউ ঘন্টার পর ঘন্টা ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে টাকা তোলেন না। এই মুহুর্ত সকলেই নির্ভরশীল এটিএম-এর (ATM) উপর। কার্ড মেশিনে প্রবেশ করালেই হাতে টাকা হাজির। ফলে এখন দেশের বিভিন্ন প্রান্তে এই সুবিধা চলে এসেছে। কিন্তু এটিএম থাকলেও এখানেও বিশেষ কিছু নিয়ম রয়েছে, বিশেষ করে টাকা তোলার ক্ষেত্রে। একদিনে এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন সে সম্বন্ধে জানা না থাকলে অসুবিধায় পড়তে হতে পারে।
একদিনে এটিএম (ATM) থেকে কত টাকা তুলতে পারবেন:
ব্যাঙ্কে টাকা তোলার ক্ষেত্রে যেমন বিশেষ শর্তাবলী তৈরি করা রয়েছে। তেমনি এটিএমে (ATM) টাকা তোলার ক্ষেত্রেও বিশেষ শর্ত জারি করা রয়েছে। আপনি যদি মনে করেন একদিনে অনেক টাকা তুলে নিতে পারবেন, তাহলে সে ধারণা ভুল। তাই নতুন বছরে এটিএমে টাকা তুলতে যাওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন এই বিষয়ে। যদিও বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে বিভিন্ন রকমের খতিয়ান রয়েছ। কিছু ব্যাঙ্কের খতিয়ান রইলো আজকের প্রতিবেদনে।
SBI ডেবিট কার্ড থাকলে কত টাকা তুলতে পারবেন: আপনার কাছে যদি SBI-এর ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ড থাকে তাহলে নিয়ম অনুসারে আপনি একদিনে এটিএম (ATM) থেকে নগদ ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। আর যদি SBI ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে, তাহলে একদিনে তুলতে পারবেন প্রায় ১ লক্ষ টাকা।
HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে কত টাকা তোলা যায়: আপনার যদি HDFC ব্যাঙ্কের এনআরও ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে এটিএম থেকে তুলতে পারবেন দৈনিক ২৫ হাজার টাকা। এছাড়াও HDFC ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড থাকলে একদিনে ৫০ হাজার টাকা তোলার সুবিধা পাবেন। যদি টাইটানাম রয়্যাল ডেবিট কার্ড থাকে তাহলে একদিনে তুলতে পারবেন ৭৫ হাজার টাকা। এছাড়াও নিয়ম অনুসারে কারোর যদি HDFC জেট প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ৩ লক্ষ অবধি টাকা তোলার সুবিধা পাচ্ছেন একদিনে।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে অসুস্থ! আচমকাই অজ্ঞান হয়ে গেলেন কালীঘাটের কাকু! হঠাৎ কী হল?
কানাড়া ব্যাঙ্ক কত টাকার সুবিধা দিচ্ছে: কানাড়া ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকলে, যদি স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড থাকে তাহলে দিনে ৭৫ হাজার টাকা তুলতে পারবেন। আর প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকলে ১ লক্ষ টাকা তুলতে পারবেন দৈনিক।
ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ড থাকলে কত টাকা তুলতে পারবেন: ICICI ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ড থাকলে নিয়ম অনুসারে, একদিনে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। আর প্ল্যাটিনাম ডেবিট কার্ডের গ্রাহক হয়ে থাকলে সেক্ষেত্রে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। শুধু তাই নয়, স্মার্ট শপার ডেবিট কার্ড থাকলে এটিএম (ATM) থেকে ৫০ হাজার টাকা তোলার সুবিধা রয়েছে।
আরও পড়ুনঃ বছরের শেষ দিনে কমবে তাপমাত্রা! ১ জানুয়ারি কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল তাজা আপডেট
অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট কার্ডের সুবিধা: অ্যাক্সিস ব্যাঙ্কের পাওয়ার স্যালুট ডেবিট কার্ড থাকলে একদিনেই ৪০ হাজার টাকা তুলতে পারবেন। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের টাইটানিয়াম প্রাইম ডেবিট কার্ড থাকলে দৈনিক ৫০ হাজার টাকা তোলার সুবিধা রয়েছে। পাশাপাশি ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকলে দিনে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। আর বার্গানডি ডেবিট কার্ড থাকলে এটিএম (ATM) থেকে দিনেই ৩ লক্ষ টাকা তুলতে পারবেন। আজকে থেকে জেনে নিলেন, এরপর থেকে আর এই নিয়ে কোন সমস্যায় পড়তে হবে না।