মধুমিতা-অঙ্কিতাদের দিয়ে পুজো উদ্বোধন করাবেন! ফিতে কাটতে কার আনুমানিক পারিশ্রমিক কত?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর। চলতি মাসের শেষেই দুর্গাপুজো (Durgapuja)। একদিকে যেমন কেনাকাটার ভিড় বাড়ছে, তেমনই অলিগলিতে প্যান্ডেল তৈরির তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন নামীদামী পুজো কমিটিগুলি চেষ্টা করে নানান তারকাদের দিয়ে পুজো (Durgapuja) উদ্বোধন করাতে।

তারকাদের দিয়ে পুজো (Durgapuja) উদ্বোধন করানোর ধুম

বড়পর্দা থেকে ছোটপর্দা, দুই মাধ্যমেরই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে রয়েছেন পুজো উদ্বোধনের ফিতে কাটার দৌড়ে। কোন পুজোর (Durgapuja) উদ্বোধনে কোন তারকা আসছেন তা নিয়েও চলতে থাকে রেষারেষি, উত্তেজনা। সেইসঙ্গে যে প্রশ্নটা বারেবারে উঠে আসে তা হল, কোন তারকা পুজো (Durgapuja) উদ্বোধনের জন্য কত পারিশ্রমিক নেন।

How much does celebrities take to inaugurate durgapuja

কীসের উপরে নির্ভর করে জনপ্রিয়তা: টেলিভিশন থেকে বড়পর্দা বা ওটিটি, সব মাধ্যম থেকেই তারকারা পুজো উদ্বোধনে এসে থাকেন। আর প্রতি বছরই তাঁদের পারিশ্রমিক নিয়ে আমজনতার মধ্যে ওঠে জল্পনা। আগে মূলত টেলিভিশন তারকাদের জনপ্রিয়তার উপরে ভিত্তি করে তাঁদের পারিশ্রমিকের অঙ্ক নির্ধারণ করা হত। এখন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের নিরিখে তা নির্ধারণ করা হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : বিমানবন্দরের পর এবার রেলেও হুইল চেয়ারের পরিষেবা, হাওড়া স্টেশনেও রয়েছে! কীভাবে বুক করবেন?

কার কত আনুমানিক পারিশ্রমিক: শোনা যাচ্ছে, এবারে পুজো (Durgapuja) উদ্বোধনের পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুযায়ী, তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ১ লক্ষের বেশি। তারপরেই রয়েছেন মধুমিতা সরকার এবং স্বস্তিকা দত্ত। জানা যাচ্ছে, দুজনেরই সম্ভাব্য পারিশ্রমিক ৮০ হাজার টাকা।

আরও পড়ুন : পুজোর মাস পড়তেই সস্তা ইলিশ, ছোট মাছে মন ভরাতে হবে না, কত পড়বে কেজি খানেকের দাম?

তালিকায় রয়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। শোনা যাচ্ছে, তারকা দম্পতির পুজো উদ্বোধনের পারিশ্রমিকের খরচ যথাক্রমে ৭০ হাজার এবং ৬০ হাজার টাকা। টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দিয়ে পুজো উদ্বোধন করাতে চাইলেও আনুমানিক ৪০ হাজার টাকা খরচ পড়তে পারে বলে জানা যাচ্ছে।