Ekchokho.com 🇮🇳

উল্টোরথে সোনার দাম বাড়ল না কমল? প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন লেটেস্ট রেট

Published on:

Published on:

How much gold price is in the Ulto Rath

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছু দিন ধরে সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগে ছিল। এমনকি শুক্রবার হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা কম ছিল। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতা ও বিক্রেতারা। তবে শনিবার উল্টোরথের দিন সামান্য বাড়লো সোনার দাম। শুক্রবারের তুলনায় প্রতি গ্রামে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে মূল্য।

উল্টো রথে বিরাট পতন সোনার দামে (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। শনিবার কলকাতায়, সামান্য দাম কমেছে সোনার। আজ ২৪ ক্যারেটের খুচরো পাকা সোনার ১০ গ্ৰামের দাম ৯৭৯০০ টাকা। শুক্রবার এর দাম ছিল ৯৮১৫০ টাকা।

অপরদিকে,২২ ক্যারেটের হলমার্ক সোনার ১০ গ্ৰামের দাম ৯৩০৫০ টাকা। শুক্রবার এর দাম ছিল ৯৩৩০০টাকা। পাশাপাশি ২৪ ক্যারেটের পাকা সোনার বাটের ১০ দামের দাম ৯৭৬৫০ টাকা। শুক্রবার যার দাম ছিল ৯৭৬৫০ টাকা।

শনিবার, সোনার দামের (Gold Price) পাশাপাশি দাম কমেছে রুপোর। ১ কেজি খুচরো রুপোর দাম ১,০৮,১০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,০৮,৩০০ টাকা। আজ (৫ জুলাই) ১ কেজি রুপোর বাটের দাম ১,০৮,০০০ টাকা। শুক্রবার যার দাম ছিল ১,০৮,২০০ টাকা।

How much gold price is in the Ulto Rath

আরও পড়ুন: অ্যাপ ক্যাবে চড়তে হলে এবার হবে অতিরিক্ত খরচ? কী বলছে নতুন গাইডলাইন?

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন।