কৃষক আন্দোলন নিয়ে টুইট করার জন‍্য কত টাকা পেয়েছেন মিয়া-আমান্ডা! ফাঁস হল সত‍্যি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক মহলে কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে উত্তেজনা যত বাড়ছে ভারতের অস্বস্তিও বেড়ে চলেছে সেই সঙ্গে। রিহানা, গ্রেটা থুনবার্গ, অস্কার জয়ী অভিনেত্রী সুজান স‍্যারান্ডন সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন ব‍্যক্তিত্ব সরব হয়েছেন কৃষকদের সমর্থনে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (mia khalifa) ও মার্কিন অভিনেত্রী আমান্ডা কার্নি (amanda cerny)।

অর্থের বিনিময়ে কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন, ইতিমধ‍্যেই এমন অভিযোগ উঠতে শুরু করেছে মিয়া ও আমান্ডার বিরুদ্ধে। এবার ট্রোলের যোগ‍্য জবাব দিলেন দুই তারকা। একে অপরকে ১০০ ডলার পাঠানোর স্ক্রিনশট শেয়ার করে মিয়া লেখেন, ‘এভাবেই দুটি মেয়ে বিশ্বের সবথেকে বড় অর্থব‍্যবস্থা ও সরকারকে নাড়িয়ে রেখে দিল। একবারে একটি টুইট।’


এর আগেও ট্রোলের বিরুদ্ধে উচিত জবাব দিতে দেখা গিয়েছিল আমান্ডা ও মিয়াকে। আমান্ডা টুইট করে লেখেন, ‘আমার অনেক প্রশ্ন রয়েছে। কে আমাকে টাকা দিচ্ছে? কত টাকা দেওয়া হচ্ছে? আমি অনেক টুইট করেছি। আমাকে কি অতিরিক্ত টাকা দেওয়া হবে?’

https://twitter.com/AmandaCerny/status/1358518901848633345?s=19

নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মিয়া। সেখানে শিঙারা, গুলাব জামুন সহ ভারতীয় খাবার খেতে দেখা যায় তাঁকে। ক‍্যাপশনে অসাধারন খাবারের জন‍্য ধন‍্যবাদও জানান তিনি। মিয়ার এই টুইট ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

এর আগে ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল‍্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’ আরো একটি টুইট করেছেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’

মিয়ার এই টুইট তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। এরপরেই ভারতে চরম বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জ্বালানো হয় মিয়ার পোস্টার। তাঁকে হুঁশে ফিরতে বলে প্ল‍্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় বহু মানুষ। তারপরেও নিজের অবস্থান থেকে নড়েননি মিয়া। টুইট করে তিনি জানান, হুঁশে ফিরেছেন এবং এখনো কৃষকদেরই সমর্থন করছেন।

সম্পর্কিত খবর

X