বাংলা হান্ট ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে টিম ইন্ডিয়া (India National Cricket Team) ২০০৭ সালের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) জিতেছে। এরপর থেকে এই ট্রফি জিততে পারেনি ভারত। এদিকে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। ওই দলে ১৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। পাশাপাশি, রিজার্ভে ৪ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছেন। তবে, ২০২২ সালের T20 বিশ্বকাপে অংশ নেওয়া ৭ জন খেলোয়াড়কে এবার অন্তর্ভুক্ত করা হয়নি। জানিয়ে রাখি যে, ২০২২ সালের T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছেছিল। কিন্তু এরপর ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হতে হয় দলটিকে।
গত বিশ্বকাপে খেলা ৭ জন খেলোয়াড় এবার বাইরে: ২০২২ সালের T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ছিলেন কেএল রাহুল। এবার তিনি দলের বাইরে থাকায় তাঁর জায়গায় সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এদিকে, ২০২২ সালের T20 বিশ্বকাপে খেলা যে ৭ জন খেলোয়াড় এবারে সুযোগ পাননি তাঁরা হলেন কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুদা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষাল প্যাটেল ও দীনেশ কার্তিক। মহম্মদ শামি চোটের সম্মুখীন হওয়ায় তিনি IPL-এ খেলছেন না। অন্যদিকে, অশ্বিন, দীপক হুদা এবং হর্ষাল প্যাটেল খারাপ ফর্মের সাথে লড়াই করছেন। এই কারণে তাঁরা দলে জায়গা পাননি।
২০২২-এর T20 বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষাল প্যাটেল।
আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা হতেই ঝটকা কলকাতায়! শীঘ্রই দল ছাড়তে পারেন বিধ্বংসী ব্যাটার
প্রথমবার সুযোগ পেলেন যশস্বী জয়সওয়াল: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। পাশাপাশি, দলে রয়েছে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদবকে প্রথমবারের মতো T20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: ফের একটি বড় চুক্তি টাটা গ্রুপের! ৮৩৫ কোটি টাকায় কেনা হল এই কোম্পানির ১০ শতাংশ শেয়ার
T20 বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: রিঙ্কু সিং, শুভমান গিল, খলিল আহমেদ এবং আবেশ খান।