শেয়ার বাজার চাঙ্গা হতেই শক্তি বৃদ্ধি ভারতীয় মুদ্রার! ডলারের তুলনায় এতটা বৃদ্ধি পেল টাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে ডলারের (Dollar) বিপরীতে ভারতীয় রুপির (Rupee) বৃদ্ধি ক্রমশ পরিলক্ষিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার রুপির অর্থাৎ টাকার দর ২ পয়সার বৃদ্ধির সাথে শুরু হয়েছে। অর্থাৎ, শেয়ার বাজারের (Share Market) উত্থান ভারতীয় মুদ্রাকে সমর্থন করেছে।

এদিকে সংবাদ সংস্থা PTI-এর রিপোর্টে জানানো হয়েছে, ফরেক্স ট্রেডার্সরা জানিয়েছেন যে, বিনিয়োগকারীরা যখন দিনের বেলা জারি হওয়া আমেরিকার মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের অপেক্ষায় ছিলেন সেই আবহে শেয়ার মার্কেটে ক্রমাগত কেনাকাটা ভারতীয় মুদ্রাকে সমর্থন করেছে।

How much has the rupee increased against the dollar

ডলার এবং রুপি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জ অনুসারে, রুপি আজ ডলারের বিপরীতে ৮৩.০৫-এ খুলে তারপর ৮৩.০৬-এ পৌঁছেছে। এদিকে, গত বুধবারের ট্রেডিং সেশনে, ডলারের বিপরীতে রুপির দর ১০ পয়সা বেড়ে ৮৩.০৩-এ বন্ধ হয়। মূলত, শেয়ার বাজারের ঊর্ধ্বগতিই রুপির দর বাড়াতে সাহায্য করেছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নয়, বরং গবেষণার জন্য যোগীরাজ্যকেই বাছলেন নোবেলজয়ী অভিজিৎ, হল চূড়ান্ত আলোচনা

কি অবস্থা ডলার ইকডেক্সের: উল্লেখ্য যে, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ডলার ইনডেক্স ০.০৯ শতাংশ কমে ১০১.৯৮-এ দাঁড়িয়েছে। এদিকে, অপরিশোধিত তেলের দাম আজ বৃদ্ধি পাচ্ছে এবং এটি ০.৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ৭৭.০৫ ডলারে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: কেন পালিত হয় মকর সংক্রান্তি? এর পেছনে থাকা কারণগুলি জানলে চমকে উঠবেন

ভারতীয় শেয়ার বাজার কোথায় দাঁড়িয়ে রয়েছে: জানিয়ে রাখি যে, আজ শেয়ার বাজারে উত্থান পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, আজ বাজার নিম্নস্তরের ওপরে ট্রেড করছে। BSE সেনসেক্স ২৭১.৪০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ৭১,৯২৯.১১-এ খুলেছে। এদিকে, নিফটি ৭৮.২৫ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে ২১,৬৯৫.৯৫-এ পৌঁছেছে। এদিকে, গত বুধবার এফআইআই স্টক মার্কেটে ১,৭২১.৩৫ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর