বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকারের ( modi government) এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে চর্চা কম হয় নি।ভারতীয় রেলের ( indian railways) শুধু বাতানুকূল ট্রেন চালানোর সিদ্ধান্তকে উচ্চবিত্ত ও জনবিরোধী বলে টুইটারে আক্রমন সীতারাম ইয়েচুরি ( sitaram iyechuri) । কিন্তু গত পাঁচ দিনে যাত্রী পরিবহন এর মধ্য দিয়ে রেলের আয় চমকে দিয়েছে সকলকেই।
রাজধানী স্পেশাল ( rajdhani special trains) ট্রেনগুলি গত পাঁচ দিনে প্রায় সাড়ে তিন লাখ যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গেছে এবং ভারতীয় রেলের জন্য 69 কোটি টাকারও বেশি আয় করেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে 16 ই মে, মোট 27, 788 জন লোক এই ট্রেনে ভ্রমণ করেছেন এবং রবিবার এই সংখ্যা 30,127 যাত্রী পৌঁছে গেছে।
রেল জানিয়েছে, “এই বিশেষ ট্রেনগুলিতে এখন পর্যন্ত এক লাখ 87 হাজার 827 টি টিকিট বুকিং হয়েছে এবং মোট তিন লাখ ৩৮ হাজার জন যাত্রী ভ্রমণ করেছেন। এখন পর্যন্ত মোট ভাড়া 69 কোটি 33 লক্ষ 67 হাজার 735 টাকা উপার্জন হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য গোটা দেশে রেল (Indian Railways) সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ৫০ দিন ট্রেন বন্ধ থাকার পর সরকার আরও একবার প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নয়েছে। এর আগে মালগাড়ি আর শ্রমিক স্পেশ্যাল ট্রেনই চালিয়েছে সরকার। রেলওয়ে জানিয়ে দিয়েছে যে কোন ক্যাটাগরিতেই টিকিটের ছাড় দেওয়া হবে না। এই ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতই হবে। আর সম্পূর্ণ কোচ এসি থাকবে। খাবার বাড়ি থেকে আনার পরামর্শ দিয়েছে রেল। থাকবে না পর্দাও।