লক্ষ্মীবারে বড় ধাক্কা, ফের বাড়ল দাম! আজ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগেই রয়েছে। বিগত কয়েক মাস ধরেই হলুদ ধাতুর দাম রয়েছে বেশ চড়া। একাধিক কারণে সোনার দামে (Gold Price) সেই যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তার আর কমার নামই করছে না। মাঝে মাঝে সামান্য দাম কমলেও জিএসটি যোগ করে দাম পৌঁছাচ্ছে প্রায় লক্ষের কাছাকাছি। বুধবার, ১৬ ই জুলাই দাম কিছুটা কমলেও ১৭ ই জুলাই, বৃহস্পতিবার ফের চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। কলকাতায় আজ কত করে চলছে দর?

বৃহস্পতিবার কলকাতায় কত রয়েছে সোনার দাম (Gold Price)?

লক্ষ্মীবারে ফের খানিকটা বেড়ে গিয়েছে সোনার দাম (Gold Price)। আজ ২৪ ক্যারাট পাকা সোনার বার কিনতে গেলে খরচ পড়বে প্রতি গ্রামে ৯,৭৭৫ টাকা অর্থাৎ ১০ গ্রামে দাম পড়বে ৯৭ হাজার ৭৫০ টাকা! ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার বার কিনতে গেলে দাম পড়বে ১ গ্রাম ৯,৮২৫ টাকা অর্থাৎ ১০ গ্রামে ৯৮ হাজার ২৫০ টাকা।

How much is gold price on thursday in kolkata

গয়না কিনতে কত খরচ: অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা (Gold Price) অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা কিনতে গেলে দাম পড়বে গ্রাম প্রতি ৯,৩৪০ টাকা। অর্থাৎ ৯৩ হাজার ৪০০ টাকা ১০ গ্রামের জন্য। খুচরো রূপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ১ লক্ষ ১২ হাজার টাকা। উল্লেখ্য, এই সব দামই (Gold Price) কিন্তু কর ছাড়া। অর্থাৎ বাজারে সোনা কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং গয়না তৈরির ক্ষেত্রে মজুরির চার্জ।

আরও পড়ুন : ‘মর্ফড’ ভিডিও ছড়িয়ে ফাঁসানোর চেষ্টা, সাহেবের পর এবার নিশানায় ঋত্বিক! সাইবার সেলের দ্বারস্থ ‘আদিদেব’

লেগেই রয়েছে দামের ওঠাপড়া: একাধিক কারণে সোনার দামে ওঠানামা লেগে রয়েছে। সাম্প্রতিক সময়ে যে হারে হলুদ ধাতুর দাম (Gold Price) বেড়েছে তাতে কার্যত মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গিয়েছে। বিশেষ করে বিয়ের মরশুমে দামের এমন বাড়বাড়ন্তের জেরে অনেকেই পড়ছেন সমস্যার মুখে।

আরও পড়ুন : কলকাতা থেকে এবার ১ ঘন্টায় শিলিগুড়ি, বিমানকেও হার মানাবে বিশ্বের দ্রুততম ট্রেন

সাম্প্রতিক গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে সোনার দামের (Gold Price) বাড় বৃদ্ধি দেখে বিনিয়োগকারীরাও ক্ষতির আশঙ্কায় পিছিয়ে আসছেন। রিপোর্ট বলছে, বর্তমান রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে ঝুঁকি কমলেই ফের নামতে শুরু করতে পারে সোনার দাম। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তি বাড়লে, ট্রেজারি ইল্ড বৃদ্ধি পেলে ফের কমতে পারে সোনার দাম।