বাংলাহান্ট ডেস্ক : গত বছরের শুরুতেই বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। দীর্ঘ বিতর্কের পর অবশেষে চার হাত এক হয়েছে দুজনের। ওই বছরের শেষের দিকেই সন্তানের জন্ম দিয়েও ফের শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। বিবাহিত কাঞ্চনের সঙ্গে নতুন করে সংসার পাতায় কম কটাক্ষ সইতে হয়নি শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj)।এমনকি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সংসার ভাঙার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
কাঞ্চনকে নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)
বছর ঘোরার পর সেসব বিতর্ক অবশ্য এখন অনেকটা স্তিমিত। কাজেও ফিরেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। এখনও অবশ্য নানান আপদে বিপদে তিনি পাশে দাঁড়ান কাঞ্চনের। কিন্তু প্রেমিক, স্বামী কিংবা বাবা হিসেবে কত নম্বর দেবেন তিনি অভিনেতা বিধায়ককে? সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।
কাঞ্চনকে কত নম্বর দিলেন তিনি: দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্বে খেলতে আসছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সেই পর্বেরই একটি প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শ্রীময়ীকে বলতে শোনা যায়, বাবা হিসেবে কাঞ্চনকে তিনি ১০০০ এর মধ্যে ১০০০ দেবেন। প্রেমিক হিসেবেও দেবেন পুরো ফুল মার্কস, ১০০ তে ১০০।
আরও পড়ুন : জোয়ার আসবে দেশের অর্থনীতিতে, ৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আদানির
দিদি নাম্বার ওয়ানে শ্রীময়ী: মজা করে শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj) বলতে শোনা যায়, ‘যার জন্য আমি ফুরফুর করে উড়ছিলাম। সবাই আমাকে জিজ্ঞাসা করে, হোয়াই কাঞ্চন?’ অভিনেত্রীর কথা শুনেই হেসে ওঠেন রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এরপরেই শ্রীময়ী (Sreemoyee Chattoraj) বলেন, ‘বর হিসেবে কোনও নম্বর দেব না এখন। বাড়ি ফিরতে হবে তো’।
আরও পড়ুন : রাখা যাবে না ‘পঞ্জাব’ শব্দ, ১২৭ টি কাটের নির্দেশ! সেন্সর বোর্ডের কাঁচির মুখে দিলজিতের নতুন ছবি
প্রসঙ্গত, সম্প্রতি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসককে হুমকির বিষয়েও কাঞ্চনের পাশে দাঁড়িয়েছেন শ্রীময়ী। তিনি পালটা অভিযোগ করেছেন, তাঁরা মোটেই কোনও ‘দাদাগিরি’ দেখাননি। বরং চিকিৎসকই দুর্ব্যবহার করেছেন তাঁদের সঙ্গে।