বাংলাহান্ট ডেস্ক : বিয়ে সারলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। তাঁদের বিয়েতে একাধিক বিষয়ের মধ্যে যেটা বিশেষ ভাবে নজর কেড়েছিল তা হল বিয়ের নিয়ম। আর পাঁচজনের থেকে ভিন্ন ভাবে বৈদিক নিয়মে বিয়ে করেছেন রুবেল শ্বেতা। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik) দিয়েছেন তাঁদের বিয়ে। কোন দিক থেকে আলাদা এই বিয়ে, কীভাবে বুক করা যায় নন্দিনী ভৌমিককে (Nandini Bhowmik), কতই বা পড়ে খরচ? জেনে নিন এই প্রতিবেদনে।
শ্বেতা রুবেলের বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)
বর্তমানে বিনোদুনিয়ার একাধিক তারকা বিয়ের ক্ষেত্রে বৈদিক নিয়মের দিকে ঝুঁকছেন। এখানে পুরুষতান্ত্রিক নিয়ম খাটে না। হয় না কন্যাদান, কনের সিঁথিতে সিঁদুর ওঠার পর বরের কপালেও লাগে সিঁদুরের ছোঁয়া। পাশাপাশি নন্দিনী ভৌমিকের (Nandini Bhowmik) বৈদিক নিয়মের বিয়েতে মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে চলে গানও। সব মিলিয়ে এক অন্য রকম পরিবেশ তৈরি হয় বিয়ের আসরে।
কীভাবে পৌরোহিত্য শুরু করেন নন্দিনী: লেডি ব্রেবোর্ন কলেজের ছাত্রী ছিলেন নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)। ওই কলেজের সংষ্কৃত বিভাগের অধ্যাপক গৌরী ধর্মপালের পরামর্শেই যাজকত্ব গ্রহণ করেন নন্দিনী এবং তাঁর বন্ধু রুমা। প্রথমে নিজের কন্যার বিয়েই বৈদিক নিয়মে দিয়েছিলেন নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)। বর্তমানে চার সদস্যের একটি দল রয়েছে তাঁর। রুমা, সেমন্তী এবং পৌলমীকে নিয়ে ‘শুভমাস্তু’ নামে একটি দল গঠন করেছেন তিনি।
আরো পড়ুন : মড়ার উপর খাঁড়ার ঘা! সুস্থ হয়ে ফিরতেই সম্পত্তি নিয়ে টানাটানি, পৈতৃক ভিটের মালিকানা হারাচ্ছেন সইফ!
কীভাবে বুকিং করবেন: এই দলে নন্দিনী (Nandini Bhowmik) এবং রুমা মন্ত্রপাঠ করেন এবং সেমন্তী ও পৌলমী করেন গান। এর আগে ওম সাহানি, মিমি দত্ত এবং সন্দীপ্তা সেন, সৌম্য মুখোপাধ্যায়ের বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)। তারকা ছাড়াও সাধারণ মানুষও এখন ঝুঁকছেন বৈদিক নিয়মের দিকে। কিন্তু কীভাবে বুকিং করা যাবে নন্দিনী ভৌমিককে?
আরো পড়ুন : বদলে গেল সব হিসেব, ‘চিরসখা’কে জায়গা দিতে এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!
উল্লেখ্য, ‘শুভমাস্তু’র অফিশিয়াল ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে হবে বুকিংয়ের জন্য। তারিখ, অনু্ষ্ঠান সমস্ত তথ্য দিলেই আসে জবাব। এক্ষেত্রে বিয়ের খরচ পড়বে প্রায় ২৫ হাজার টাকা। এখন অবশ্য বিয়ে ছাড়াও অন্নপ্রাশন, পারলৌকিক কাজ, গৃহপ্রবেশ এমনকি বিভিন্ন পুজোও করে থাকে শুভমাস্তু।