বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরেই জিএসটি (GST) স্ল্যাবে বিরাট বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বরেই হতে চলেছে জিএসটি সংষ্কার। আর সেখানেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য এবং জীবন বিমার ক্ষেত্রে। দীর্ঘদিনের দাবি মেনে বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটি (GST) ১৮ শতাংশ থেকে একেবারে শূন্য করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি (GST) মকুব
আগামী ২২ সেপ্টেম্বর থেকেই জিএসটিতে (GST) বদল আসতে চলেছে। আমজনতার খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন জিএসটি (GST) ব্যবস্থায় বড় বদল আসছে স্বাস্থ্য এবং জীবন বিমার ক্ষেত্রে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী, বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি (GST) দিতে হয়। অর্থাৎ কোনও গ্রাহক যদি বর্তমানে স্বাস্থ্য বা জীবন বিমার ক্ষেত্রে ১০০ টাকা খরচ করে, তাহলে তাকে জিএসটি (GST) হিসেবে আরও ১৮ টাকা অতিরিক্ত দেওয়া হয়।
দীর্ঘদিনের দাবি পূরণ: নতুন জিএসটি (GST) ব্যবস্থায় এই অতিরিক্ত ১৮ টাকা বাদ দেওয়া হয়েছে। এই দাবি অবশ্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যগুলির তরফে করে আসা হয়েছে। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য ও জীবনবিমার উপর থেকে জিএসটি মকুব হওয়ায় কত টাকা বাঁচবে খরচ?
আরও পড়ুন : বাংলায় প্রথম বার, রাত পোহালেই রাজ্যে বিশেষ প্রিমিয়ার ‘দ্য বেঙ্গল ফাইলস’এর! কোথায় কীভাবে দেখবেন?
কত খরচ বাঁচবে: উল্লেখ্য, বিমা সংস্থাগুলি বর্তমানে ১৮ শতাংশ করে জিএসটি নেয়। এজেন্টের কমিশন থেকে, অফিস ভাড়ার মতো বিষয়ে সরকারকে জিএসটি (GST) দিতে হয় তাদেরও। এবার বিমা সংস্থা ১০০ টাকা প্রিমিয়াম বাবদ নিলে তার মধ্যে থেকে ৪০ টাকা অফিস ভাড়া, ১০ টাকা বিদ্যুৎ খরচ এবং এজেন্ট কমিশনে ৩০ টাকা খরচ হয়।
আরও পড়ুন : গত চারদিনে দাম বেড়েছে ৪০০ টাকা! মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ, সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ক্রেতারা
এই সবকিছুর উপর ১৮ শতাংশ অর্থাৎ ১২.৬ টাকা জিএসটি বাবদ দিতে হত। গ্রাহকদের থেকে নেওয়া জিএসটির সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নেওয়া হত। ইনপুট ট্যাক্স ক্রেডিট বাদ দিলে থাকে ৫.৪ টাকা। তবে এবার জিএসটি বাদ যাওয়ায় কোনও ইনপুট ট্যাক্স দিতে থাকবে না। সেক্ষেত্রে সরাসরি গ্রাহকদের উপরে সরাসরি খরচ ধার্য করা হবে বলে মনে করা হচ্ছে,,।