বাংলাহান্ট ডেস্ক : বলিউড তথা ভারতীয় বিনোদুনিয়ায় এখন চর্চায় ‘রামায়ণ’। একাধিক কারণবশত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আসন্ন এই ছবিটি। যার মধ্যে অন্যতম কারণ ছবির বিগ বাজেট। সূত্রের খবর মানলে, ১৬০০ কোটি টাকায় তৈরি হচ্ছে ছবিটি। বলিউডের ইতিহাসে যা প্রথম। এদিকে ছবির বাজেট যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে পারিশ্রমিকও বাড়িয়েছেন পর্দার ‘রাম’ রণবীর কাপুর (Ranbir Kapoor)।
রামায়ণের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক রণবীরের (Ranbir Kapoor)
এমনিতেই ‘অ্যানিমাল’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই নিজের ‘দাম’ বাড়িয়েছেন রণবীর (Ranbir Kapoor)। পারিশ্রমিকের দিক দিয়ে ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের টেক্কা দিচ্ছেন তিনি। তবে রামায়ণের ক্ষেত্রে নাকি সব সীমাই ছাড়িয়ে গিয়েছেন অভিনেতা। বলিউডি রিপোর্ট বলছে, যা পারিশ্রমিক তিনি নিয়েছেন তাতে নাকি দুটি ছবির শুটিং হয়ে যাবে।
কত টাকা নিলেন অভিনেতা: উল্লেখ্য, দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি আসতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দীপাবলির সময়। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ। রিপোর্ট বলছে, এই দুই পর্বে অভিনয়ের জন্য নাকি ১৫০ কোটি টাকা হাঁকিয়েছেন রণবীর (Ranbir Kapoor)। সূত্রের খবর বলছে, রামায়ণের প্রথম পর্বের জন্যই ৭০-৭৫ কোটি টাকা নিয়েছেন তিনি। আর বাকি টাকা পরবর্তী পার্টের জন্য।
আরো পড়ুন : বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি-ঘুঁষি হুমায়ুন কবিরের! ভিডিও পোস্ট করে ফুঁসে উঠলেন শুভেন্দু
রাম হতে প্রস্তুতি রণবীরের: বলিউড সূত্রে খবর, বর্তমানে নাকি রণবীরই (Ranbir Kapoor) বলিউডের সবথেকে ‘দামি’ তারকা। তিনি এর আগে জানিয়েছিলেন, পর্দায় রাম হয়ে ওঠার জন্য নাকি নিরামিষ খাওয়া শুরু করেছিলেন তিনি। আসলে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে এমন বড় একটি প্রোজেক্টের জন্য বিশেষ ভাবে প্রস্তুতিও নিতে হয়েছে রণবীরকে (Ranbir Kapoor)। তাই মোটা পারিশ্রমিক নিয়ে পরিশ্রম পুষিয়ে নিতে চাইছেন তিনি।
আরো পড়ুন : মালদায় পুলিশের সামনেই হিন্দুদের বাড়ি-দোকান ভাঙচুর! মহরমে “জেহাদিদের অত্যাচার” তুলে ধরলেন শুভেন্দু
প্রসঙ্গত, আসন্ন রামায়ণ (Ramayana) ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দিওয়ালির সময় মুক্তি পাবে রামায়ণ।