VIP অতিথিদের জন্য ১০০ টি বিমান, ৩ টি ফ্যালকন জেট! অনন্ত অম্বানির বিয়েতে কত খরচ হয়েছিল জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে এক বছর পার। আগামীকাল ১২ জুলাই প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন অনন্ত অম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট। গত বছর এইদিনেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল অনন্ত (Anant Ambani) রাধিকার চোখ ধাঁধানো বিয়ের অনুষ্ঠান। তার আগে অবশ্য বেশ কয়েক মাস ধরে চলছিল কোনো না কোনো ইভেন্ট। আর বিয়ের আগের ছয় দিনের ‘প্রাক বিয়ে’র অনুষ্ঠান তো ছিলই। সব মিলিয়ে ভারত তো বটেই, গোটা বিশ্বেই চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন মুকেশ অম্বানি।

প্রথম বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন অনন্ত অম্বানি (Anant Ambani)

আর হবে নাই বা কেন, ছোট ছেলের বিয়ে উপলক্ষে একেবারে হাত উপুড় করে দিয়েছিলেন রিলায়েন্স কর্তা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০০০-৫০০০ কোটি টাকা খরচ হয়েছিল বিয়েতে। প্রাক বিয়ের বিভিন্ন ইভেন্ট হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাঁচতারা হোটেল, রিসর্ট, ক্রুজ পার্টির ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

How much was spent on anant ambani wedding

কারা ছিলেন অতিথি তালিকায়: প্রি ওয়েডিং সেরেমনিতে তাক লাগানোর পর মূল বিয়ের অনুষ্ঠান দিয়ে কার্যত সারা বিশ্বেই শোরগোল ফেলে দিয়েছিলেন মুকেশ অম্বানি (Anant Ambani)। রাজনৈতিক জগৎ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, বিনোদুনিয়ার তাবড় মানুষদের আমন্ত্রণ ছিল বিয়েতে। এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাতিনো, জন সিনা, কিম কার্দাশিয়ান, মার্ক জুকারবার্গের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা।

আরো পড়ুন : বারংবার জড়িয়েছেন বিতর্কে! হন “সাসপেন্ড”-ও! সেই বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করল বিজেপি

ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা: এদিকে ভারতীয় বিনোদন এবং ক্রীড়া জগতের তারকাদের পাশাপাশি বিয়েতে অনন্ত অম্বানির (Anant Ambani) বিয়েতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক হেভিওয়েটরা। জানা গিয়েছে, ভিআইপি অতিথিদের যাতে কোনোরকম সমস্যা না হয়, তার জন্য ঢালাও ব্যবস্থা করেছিলেন মুকেশ অম্বানি।

আরো পড়ুন : পথশ্রী প্রকল্পে টাকা বরাদ্দ হলেও শুরু হয়নি কাজ! বেহাল রাস্তায় খাটিয়ায় চেপেই হাসপাতালে অন্তঃসত্ত্বা

আয়োজন ছিল ১০০ টি ব্যক্তিগত বিমানের। পাশাপাশি ভিআইপি অতিথিদের জন্য ৩ টি ফ্যালকন ২০০০ জেটের আয়োজনও করা হয়েছিল। এইসব অতিথিদের প্রায় দেড় কোটি টাকা দামের কাস্টমাইজ ঘড়িও উপহার দিয়েছিলেন অনন্ত অম্বানি।