ED অফিসার হওয়ার জন্য কী যোগ্যতা দরকার, কত টাকা বেতন আর কী ক্ষমতা থাকে! জানুন তথ্য

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে টিভি খুললে বা খবরের কাগজে চোখ রাখলে একটা নাম আমাদের খুব নজরে আসে। সেটি হলো ইডি (ED)। সাম্প্রতিককালে বিভিন্ন আর্থিক তছরুপ ঘটনায় এই সংস্থা তদন্তের কাজ করে আসছে। সম্প্রতি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করে সাড়া ফেলে দিয়েছে এই ইডি। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কিভাবে হওয়া যায় ইডি অফিসার? আজকে আমরা জেনে নেব এই ইডিতে কাজ কর্মের ব্যাপারে।

ED কি?

ED কথার সম্পূর্ন অর্থ হলো Enforcement Directorate বা Directorate of Enforcement যার বাংলা অর্থ ‘আর্থিক তদন্তকারী সংস্থা’। ED হল একটি ভারতীয় আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তকারী সংস্থা। দেশের বিভিন্ন প্রান্তে কোন সংস্থা বা কোন ব্যক্তি দ্বারা কোন ধরনের আর্থিক তছরুপ ঘটলে বা আয় বহির্ভূত সম্পত্তি ধরা পড়লে সেই বিষয়ে তদন্ত করে থাকে এই ইডি। এছাড়াও অন্যান্য যে সমস্ত কাজ ইডি করে থাকে সেগুলি হল:
১.Foreign Exchange Management আইন লঙ্ঘনের তদন্ত করা
২. আর্থিক লেনদেন বিষয়ক তদন্ত
৩. বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ এর সাথে যুক্ত কোন আর্থিক লেনদেনের তদন্ত
৪.FEMA লংঘনকারীকে সাজা প্রদান

কোথায় আছে ED এর অফিস?

ইডি এর প্রধান দপ্তর অবস্থিত দিল্লিতে। এছাড়াও কোলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চন্ডীগড়ে রয়েছে এর রিজনাল অফিস।

কীভাবে চাকরি পাওয়া যায় ED তে?

ED তে চাকরি সাধারণত দুই ভাবে হয়।একটি হলো SSC CGL (Combined Graduate level Exam) পরীক্ষার মাধ্যমে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারী পদোন্নতি লাভের মাধ্যমে ইডিতে চাকরি পেতে পারেন।

ED অফিসারের মাসিক বেতন:

ইডি দপ্তরের বেতন পদ অনুযায়ী দেওয়া হয়ে থাকে। তবে ইডি দপ্তরে অফিসারদের বেতন ৬০০০০ টাকা থেকে শুরু হয়।

শিক্ষাগত যোগ্যতা:

ইডি দপ্তরে চাকরি পাওয়ার জন্য নূন্যতম গ্রাজুয়েট হতে হবে। এছাড়াও ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর