বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রুট চালু হওয়ায় এবং কয়েকটি রুট সম্প্রসারণ হওয়ায় কার্যত হাতে চাঁদ পেয়েছেন শহরবাসী। বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের সুবিধা হয়েছে গণপরিবহণের এই উন্নয়নে। হাওড়া, শিয়ালদহ, সল্টলেক, বিমানবন্দরের মতো চারটি গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে মেট্রো (Kolkata Metro) রুট যুক্ত হয়ে যাচ্ছে। নতুন তিনটি রুট উদ্বোধনের ফলে এখন গন্তব্যে পৌঁছানো অনেকটাই সহজ এবং কম সময়ে হয়ে যাচ্ছে।
হাওড়া ময়দান থেকে বিমানবন্দরে কীভাবে যাবেন মেট্রো (Kolkata Metro) পথে?
নতুন মেট্রো রুট গুলি উদ্বোধন হওয়ায় কার্যত শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে একবারেই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। হাওড়া ময়দান থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত একটি টিকিটেই যাওয়া যাবে। তবে ব্রেকজার্নি করে, অর্থাৎ মাঝে দুবার মেট্রো (Kolkata Metro) বদল করতে হবে। প্রায় সাত কিমি দীর্ঘ রুটটিতে একবার টিকিট কেটেই পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দরে।
স্মার্টকার্ডেই পৌঁছানো যাবে গন্তব্যে: প্রথমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেতে হবে। তারপর এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো (Kolkata Metro) বদলে পৌঁছাতে হবে নোয়াপাড়া। সেখান থেকে ফের মেট্রো বদল করে সরাসরি পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দর। একটি স্মার্টকার্ডেই এই রুটে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পৌঁছানো যাবে।
আরও পড়ুন : ‘বহু বিতর্কে জড়িয়েছে, অভিনয়ে থাকলে হয়তো…’, জয়ের স্মৃতিতে আবেগঘন প্রাক্তন স্ত্রী অনন্যা
কত মিনিট অন্তর পরিষেবা: উল্লেখ্য, বর্তমানে সল্টলেক-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ১২ মিনিট অন্তর মেট্রো (Kolkata Metro) পাওয়া যাচ্ছে। ব্যস্ত সময় ছাড়া অন্য সময়ে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট পুরোপুরি ভাবে চালু হয়ে গেলে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো (Kolkata Metro) পরিষেবা মিলবে। আর অন্য সময়ে ১০-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।
আরও পড়ুন : অসম্পূর্ণ থেকে গেল গল্প, ৯ বছর পরেও আক্ষেপ দর্শকদের, ‘ধূমকেতু ২’ নিয়ে বড় মন্তব্য দেবের
এখন গ্রিন লাইন বা এসপ্ল্যানেড-শিয়ালদহ লাইনে ২.৪৫ কিমি রুট নতুন সংযুক্ত হয়েছে। আগে সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ৪০-৪৫ মিনিট। কিন্তু মেট্রোয় সময় কমে দাঁড়াবে মাত্র ১১ মিনিটে। এসপ্ল্যানেড থেকে আগে সড়কপথে বিমানবন্দর পৌঁছাতে সময় লাগত দেড় ঘন্টারও বেশি। কিন্তু মেট্রো পথে মাত্র আধ ঘন্টায় পৌঁছানো যাবে গন্তব্যে।