বাংলাহান্ট ডেস্ক : ভারতে গণ পরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম রেল (Indian Railways)। কারণ কম খরচে কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় ভারতীয় রেল। উপরন্তু যাত্রীরা যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা পান তার জন্যও নানান উদ্যোগ নিয়ে থাকে রেলওয়ে। বিশেষ করে যাত্রীদের অনেকসময়ই অভিযোগ থাকে টিকিট কনফার্ম না হওয়া নিয়ে। তাই এবার টিকিট বুকিং কনফার্ম হওয়ার দিকে বিশেষ নজর দেওয়া শুরু করেছে ভারতীয় রেল (Indian Railways)।
ভারতীয় রেলের (Indian Railways) টিকিট কনফার্ম না হওয়ার অভিযোগ
যাত্রীরা অনেক সময়ই অভিযোগ করেন, টিকিট ওয়েটিং লিস্টেই পড়ে থাকে। কনফার্ম আর হয় না। ব্যস্ত সময়ে বা ছুটির সময়ে বুক করা টিকিট যদি কনফার্ম না হয় তাহলেই মাথায় ভিড় করে চিন্তা। আদৌ কনফার্ম হবে তো টিকিট? সেটা বুঝবেন কীকরে? ভারতীয় রেলই (Indian Railways) এবার নিয়ে এল মুশকিল আসান। একটি সহজ সূত্র থেকেই বোঝা যাবে টিকিট কনফার্ম হবে কিনা।
কীভাবে বুঝবেন টিকিট কনফার্ম হবে কিনা: অনেক সময় টিকিট বুকিং ওয়েবসাইট বা অ্যাপই বলে দেয় ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা। তবে সেই অনুমান যে সবসময় অব্যর্থ হয় এমনটাও নয়। তাই রেলের নিজস্ব তথ্যের উপরে ভরসা রাখুন। ভারতীয় রেলের (Indian Railways) রিপোর্ট বলছে, প্রতিটি ট্রেনের ক্ষেত্রে টিকিট বুক করার পর গড়ে ২১ শতাংশ যাত্রী টিকিট ক্যানসেল করেন। অন্যদিকে প্রায় ৪-৫ শতাংশ যাত্রী টিকিট বুক করলেও শেষমেষ সফর করেন না ট্রেনে (Indian Railways)। সেক্ষেত্রে এই সিটগুলি দেওয়া হয় ওয়েটিং লিস্টের যাত্রীদের।
আরও পড়ুন : “ছ’মাসে ছটা যুদ্ধ থামিয়েছি”, আবারও ভারত-পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি ‘শান্তির দূত’ ট্রাম্পের
বুঝুন এই হিসেবে: রেল (Indian Railways) সূত্রে খবর, একটি স্লিপার কোচে ৭২ টি সিট থাকলে এর ২৫ শতাংশ অর্থাৎ ১৮ টি সিট ওয়েটিং লিস্টের যাত্রীদের দেওয়া হতে পারে। কেউ যদি টিকিট বাতিল করে বা টিকিট বুক করেও ভ্রমণ না করেন, তবে সেই টিকিট পাবেন ওয়েটিং লিস্টের যাত্রীরা। অর্থাৎ এই হিসেব মতো, লিস্টের ১-১৮ র মধ্যে নাম থাকলে টিকিট কনফার্ম হওয়ার সুযোগ সবথেকে বেশি। এই হিসেব মতো, একটি ট্রেনে (Indian Railways) যদি মোট ১০ টি স্লিপার কোচ থাকে তাহলে মোট ১৮০ টি সিট পেতে পারে অপেক্ষায় থাকা যাত্রীরা। এসি কোচগুলির ক্ষেত্রেও একই রকম ভাবে হিসেব করতে হবে।
আরও পড়ুন : এপারে মিষ্টিমুখ, ওপারে মোতায়েন জলকামান! ১৫ ই অগাস্টে ফের ধুন্ধুমার বাংলাদেশে
উল্লেখ্য, ছুটির সময় বা জনপ্রিয় রুটের ট্রেন হলে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সুযোগ কমে যায়। উপরন্তু যদি এসি কোচ হয় তাহলে সিট কম থাকায় সুযোগ আরও কমে যায়। যদি এই পরিস্থিতি এড়াতে চান তবে আগেভাগে টিকিট কেটে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তুলনামূলক কম ভিড়ের রুটটি বেছে নিতে পারেন। পাশাপাশি টিকিট বুকিংয়ের আগে রেলের ওয়েবসাইট বা অ্যাপে ওয়েটিং লিস্টটি দেখে নিলে পরিস্থিতি বুঝতেও সুবিধা হবে।