বাংলা হান্ট ডেস্কঃ এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে ভালই লাগে তার ওপর এই শরবত অন্যান্য সফট ড্রিংকস এর মত নয়, এই শরবতের অনেক উপকার রয়েছে। দেখে নিন কেমন করে বানাবেন বেলপানা।
উপকরন
১ টা বেল
১কাপ দুধ
১ কাপ জল
২ টেবিল চামচ চিনি
১ টেবিল চমচ বিটনুন
১ টি পাতিলেবু
হাফ চামচ চাটমশলা
প্রস্তুত প্রনালী
বেল ফাটিয়ে পাল্প বার করে নিন
ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন
এবার চিনি দিয়ে মিশিয়ে নিন এবং বিটনুন,চাটমশলা, ও পাতিলেবু দিয়ে নাড়াচাড়া করে নিন।
বরফকুচি সহযোগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।