এই গরমে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, দেখে নিন কেমন করে বানাবেন

 

বাংলা হান্ট ডেস্কঃ এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে ভালই লাগে তার ওপর এই শরবত অন্যান্য সফট ড্রিংকস এর মত নয়, এই শরবতের অনেক উপকার রয়েছে। দেখে নিন কেমন করে বানাবেন বেলপানা।

উপকরন

১ টা বেল
১কাপ দুধ
১ কাপ জল
২ টেবিল চামচ চিনি
১ টেবিল চমচ বিটনুন
১ টি পাতিলেবু
হাফ চামচ চাটমশলা

53504888

প্রস্তুত প্রনালী

বেল ফাটিয়ে পাল্প বার করে নিন

ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন

এবার চিনি দিয়ে মিশিয়ে নিন এবং বিটনুন,চাটমশলা, ও পাতিলেবু দিয়ে নাড়াচাড়া করে নিন।

বরফকুচি সহযোগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Udayan Biswas

সম্পর্কিত খবর