রোদে মুখ পুড়ে গিয়েছে? পোড়া ভাব কমান ঘরোয়া উপায়ে!

 

বাংলা হান্ট ডেস্কঃ শীতের আমেজ সরে গিয়ে চলে এসেছে গরম।আর গরম মানেই মুখে কালো দাগ। গরমে রোদে ত্বক পুরে যাওয়ার সমস্যায় ভোগেন সকলেই। চামড়া কালো হয়ে উজ্জ্বলতা হারায়। চেহারার তরতাজা ভাবও চলে যায়। এ দিকে পার্লারে গিয়ে পরিচর্যা করার সময়ও পাওয়া যায় না সবসময়। রইল ত্বকের পোড়া ভাব তোলার তিনটি ঘরোয়া উপায়।

দই-হলুদের প্যাক- একটা বাটি ঠান্ডা দইয়ের মধ্যে এক চিমটে গুঁড়ো হলুদ দিন। ভাল করে মিশিয়ে নিন। ঘন পেস্ট মুখ, গলা, হাত ও অন্যান্য কালো হয়ে যাওয়া জায়গায় লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিয়ে তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।

Skincare Routine For Tanned Skin

দুধ-শশার প্যাক- একটা শশা নিয়ে দুটো টুকরো করে নিন। অর্ধেক শশা গ্রেট একটা বাটিতে রেখে দিন। শশার মধ্যে ২ টেবিল চামচ দুধ বা গুঁড়ো দুধ ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ভাল করে মিশিয়ে সারা মুখে, গলায়, হাতে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন।

টমেটো- একটা টমেটো দুটো টুকরোয় কেটে নিন। টমেটোর টুকরো ভাল করে মুখে, গলায়, হাতে ঘষতে থাকুন যতক্ষণ না বিচি আর টমেটোর রস ভাল করে ত্বকের ভিতরে ঢোকে। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে আলতো করে মুছে নিন।

Udayan Biswas

সম্পর্কিত খবর