বাংলাহান্ট ডেস্ক : মাঝে দুদিন একটু ঝড়বৃষ্টি হলেও আবারো ভ্যাপসা গরমে (South Bengal Weather) প্রাণ আইঢাই দক্ষিণবঙ্গ বাসীর। উত্তরবঙ্গে যেখানে ঝড়বৃষ্টিতে মনোরম আবহাওয়া, সেখানে দক্ষিণবঙ্গে চৈত্রের শেষেই যেন বৈশাখের দাবদাহ অনুভূত হচ্ছে। একটু পারদ পতনের আশায় বসে রয়েছেন সকলে। এবার দক্ষিণবঙ্গের জন্য খানিক আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (South Bengal Weather)। জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ঝাড়খন্ডের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দুই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের (South Bengal Weather) জোড়া ফলায় এবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়।
আগামী কয়েকদিন বদলাবে হাওয়া: আবহাওয়া দফতরের (South Bengal Weather) পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার বা বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির আবহাওয়া (South Bengal Weather) বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার পাশাপাশি সব জেলাতেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আরো পড়ুন : বাংলাদেশের স্টাইলে লুঠপাট চলল ধুলিয়ানে! ওয়াকফ-বিরোধিতার মাঝেই শপিংমলে হামলা
কোন জেলাগুলি ভিজবে: পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা (South Bengal Weather) বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলায় শনি ও রবিবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।
আরো পড়ুন : আদানির একটা চালেই ঘুম উড়ল বাংলাদেশের! এবার অন্ধকারে ডুববে পড়শি দেশ?
ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে খবর।