বড়দিনে পার্ক স্ট্রিটের ট্রাফিক ব্যবস্থা কেমন থাকবে? মহিলা নিরাপত্তা নিয়ে কি ভাবছে পুলিশ?

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল বড়দিন। আলোকমালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। শহর এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগামীকাল মানুষ এসে ভিড় জমাবেন পার্ক স্ট্রিটে। তবে পুলিশ সূত্রের খবর, বড়দিনে পার্ক স্ট্রিট ও তার আশেপাশের কিছু এলাকায় যানবাহনের উপর বিধিনিষেধ আরোপ করা হবে।

যারা বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বরে আসবেন কিংবা গাড়ি নিয়ে বেরোবেন তাদের জেনে রাখা উচিত ট্রাফিক নিয়মগুলি। বড়দিনের আগে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়। রাস্তায় নামানো হয়েছে তিন হাজার পুলিশকে। তৈরি করা হয়েছে ১১ টি টাওয়ার। প্রস্তুত রাখা হয়েছে দুটি কিউআরটি।
নিরাপত্তার জন্য কুড়িটি বাইক পেট্রোলিং হবে পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকায়।

   

পথচারীদের জন্য পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক থেকে রাস্তা ডানদিকে ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট এ ঘুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে রাস্তা খোলা থাকবে আজ। ভিড় দেখার পর পুলিশ সিদ্ধান্ত নেবে পরে।
পার্ক স্ট্রিট ও শেক্সপিয়ার সরণিতে দ্বিমুখী যান চলাচলের অনুমতি শনিবার রাত দশটার পরিবর্তে রবিবার রাত দুটো থেকে দেওয়া হবে। প্রয়োজনে যান চলাচল বন্ধ করা হতে পারে ক্যাথিড্রল রোডে।

যদি প্রয়োজন হয় তাহলে রবিবার সন্ধ্যায় যান চলাচল বন্ধ করা হতে পারে জহরলাল নেহেরু রোড ক্রসিং, উড স্ট্রিট ও মিডিলটন স্ট্রিটের মধ্যে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হবে রাসেল স্ট্রিটে। আউট্রম রোড থেকে পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিটে। মেয়ো রোড ও জহরলাল নেহেরু রোড থেকে পার্ক স্ট্রীটগামী গাড়িগুলি চলাচল করবে কিড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়ড স্ট্রীট ও রফি আহমেদ কিদওয়াই রোড দিয়ে।Christmas

পাশাপাশি পার্ক স্ট্রিট ক্রসিং থেকে যে গাড়িগুলি দক্ষিণে যেতে চায় সেগুলি জহরলাল নেহেরু রোড ধরে পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে পারে কিংবা মেয়ো রোডে ডান দিকে ঘুরে যেতে পারে অথবা ডাফরিন রোড ও খিদিরপুর রোড দিয়ে যেতে পারে। এছাড়াও জানা গেছে, হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, রফি আহমদ কিদওয়াই রোড, রয়ড স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং এলিয়ট রোডে পার্কিং-এর অনুমতি দেওয়া হবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর