Breaking News: লাইনচ্যুত হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! বহু প্রাণহানীর আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে যে, ওড়িশার বালাসোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এই ট্রেনটি চেন্নাই সেন্ট্রাল থেকে কলকাতার শালিমার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে এটি লাইনচ্যুত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের তিনটি স্লিপার বগি ছাড়া বাকি পুরো ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বলা হচ্ছে, এই ট্রেনটি একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লাইনচ্যুত বগির সংখ্যা ১৮টি বলে জানা গিয়েছে, প্রচুর যাত্রী ট্রেনের কামরার মধ্যে আটকে আছে বলে খবর। প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজনও সাহায্যের হাত বাড়িয়ে ত্রাণ কাজ শুরু করেছে।

বর্তমানে এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা না গেলেও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও সরকারী তথ্য ভাগ করা হয়নি, তবে বলা হচ্ছে যে একই লাইনে দুটি ট্রেন আসার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সিগন্যাল ফেইল করায় দু’টি ট্রেন একই ট্র্যাকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় পুরো ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অনেক মানুষ আটকা পড়েছে, যাদের বাঁচানোর চেষ্টা করছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এই দুর্ঘটনা এতটাই মর্মান্তিক ছিল যে ট্রেনের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর