বাংলাহান্ট ডেস্ক : ইতিহাস সৃষ্টির অপেক্ষায় কলকাতা মেট্রো। সূত্রের খবর পুজোর মাসেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে পার হবে স্বপ্নের মেট্রো। কলকাতা মেট্রো এই ঐতিহাসিক পদক্ষেপকে নিয়ে রীতিমতো উন্মাদনা তুঙ্গে। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে কলকাতা মেট্রোর ইতিহাসে নাম লেখানোকে নিয়ে।
কিছুদিন আগেই শিয়ালদা মেট্রোর উদ্বোধনে উন্মাদনা দেখা গিয়েছিল নেট দুনিয়ায়। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতে জুড়ে দেওয়া এক অনন্য পদক্ষেপ ছিল মেট্রো কর্তৃপক্ষের কাছে। এবার মেট্রো সূত্রের খবর পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটতে চলেছে কলকাতা মেট্রো। তবে আপাতত যাত্রী নিয়ে নয়, পুজোর মাসে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। অন্যদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুটে আগামী মাস থেকে শুরু হতে চলেছে ট্রায়াল রান। সূত্রের খবর দিয়ে এই রুটে গুলিতে অবসর নেওয়া নন এসি রেক গুলি দিয়ে ট্রায়াল চালানো হবে।
হাওড়া – ধর্মতলা মেট্রো রুটের কাজ গঙ্গার নিচে সুড়ঙ্গে ভালো অগ্রগতি হলেও মেট্রো কর্তৃপক্ষকে ভাবাচ্ছে বউবাজার এলাকার কাজ।ওই এলাকায় পর পর অনেক বাড়িতে ফাটল ধরায় বারংবার কাজে বিঘ্ন ঘটছে।কিন্তু একবার কাজ শেষ হয়ে গেলে সল্টলেক সেক্টর ফাইভ এর সাথে শিয়ালদাহ হয়ে মেট্রো রুটে জুড়ে যাবে হাওড়া ময়দান। মেট্রো কর্তৃপক্ষের আশা এর ফলে বদলে যেতে চলেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার পরিবহন মানচিত্রটাই।
কেএমআরসিএল সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানিয়েছে,”হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত দুই দিকের লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। এখন ধর্মতলা পর্যন্ত তৃতীয় লাইনের বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। এই বছর অক্টোবর মাস থেকেই শুরু হবে ট্রায়াল রান।”