রাজীব মুখার্জী, হাওড়া: আজকে সাঁতরাগাছির বাঁকসাড়া বাজারে তৃণমূলের এক দলীয় কর্মীর উপরে গুলো চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর এখন তুঙ্গে।
স্থানীয় তৃণমূল নেতা মাসুদ আলম খানের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে। আহত পরিতোষ দে দলের একনিষ্ঠ কর্মী। সমাজসেবায় নিয়োজিত গত ৩ বছর ধরে। অতীত খারাপ হলেও সে নিজেকে শুধরে নিয়েছে। তাই এই হামলা করেছে বিজেপি। অপরদিকে বিজেপির হাওড়া জেলা সভাপতি ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই আখ্যা দিচ্ছেন। তিনি বলেন পরিতোষ দে এলাকার কুখ্যাত সমাজ বিরোধী ও তৃণমূলের কর্মী। সমস্ত দুষ্কৃতীরাই আজ তৃণমূলেই রয়েছে।
দুজন দুস্কৃতির মধ্যে ঘটনাটি ঘটেছে। এর সাথে বিজেপি র কোনো যোগ নেই। বিজেপি এই ধরণের নোংরা রাজনীতি করে না।
প্রসঙ্গত আজকে সকালে হাওড়া সাঁতরাগাছিতে ফিল্মি কায়দায় সুটআউটের ঘটনা ঘটেছিল। এলাকারই এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালায় বাইকে সওয়ার এক দল দুষ্কৃতী। যদিও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, পরিতোষ দে-র বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার তাকে গ্রেফতারও করে পুলিশ। পুরনো শত্রুতার জেরে হামলা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, রবিবার সকালে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতী পরিতোষ দে ওরফে নিমাইকে ঘিরে ধরে বাইক আরোহী ৪-৫ জন যুবক। ওই দুষ্কৃতীকে লক্ষ্য করে খুব কাছ থেকে একজন গুলি চালায় বলে অভিযোগ।
গুলি ওই দুষ্কৃতীর মাথার পিছন ছুঁয়ে বেরিয়ে যায়। জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে দুষ্কৃতী পরিতোষ দে ওরফে নিমাই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে হওয়ায় সিটি পুলিশ।