আসছে বড় বাজেটের ছবি, ১৯ বছর পর জুটি হিসাবে ফিরছেন হৃতিক-করিনা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটিগুলির মধ‍্যে অন‍্যতম হৃতিক রোশন (hrithik roshan) ও করিনা কাপুর খান (kareena kapoor khan)। একসঙ্গে একাধিক ছবিতে সুপারহিট রসায়ন উপহার দিয়েছেন দুজনে। এক সময়ে তাঁদের সম্পর্কের গুঞ্জনও তুঙ্গে উঠেছিল। যদিও তা গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন করিনা। কিন্তু এই হিট জুটিকে আর একসঙ্গে ছবিও করতে দেখা যায়নি।

বহু বছর আগে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল করিনা হৃতিককে। তাঁদের জুটি হিসাবে শেষ ছবি ‘ম‍্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। ব‍্যর্থতার জন‍্য বা অন‍্য যে কোনো কারণেই হোক, আর একসঙ্গে অভিনয় করেননি বেবো হৃতিক। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো দুজনকে একত্রে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে

kareena kapoor kaho na pyaar hai hrithik roshan ameesha patel replaced g
বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, হৃতিক ও করিনাকে একটি দারুন ছবির প্রস্তাব দেওয়া হয়েছে।  ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তাঁরা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জংলি পিকচার্স। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে, ‘উলাজ’। তবে সবকিছুই এখন প্রাথমিক স্তরে রয়েছে। করিনা চিত্রনাট‍্য পড়ার পরেই সম্মতি পাওয়া যাবে বলে খবর।

সূত্রের আরো খবর, হৃতিকের শিডিউল ফাঁকা পাওয়া যাবে কিনা তা এখনো জানা যায়নি। যদি দুই তারকার তরফে থেকেই সম্মতি পাওয়া যায় তবেই প্রযোজক ছবি নিয়ে এগোবেন। এটি বড় বাজেটের ছবি হতে চলেছে বলেই খবর। বেশিরভাগ শুটিংই হবে মুম্বইয়ের বাইরে।

হৃতিক করিনাকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। কভি খুশি কভি ঘম, মুঝসে দোস্তি করোগে, ইয়াদের মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদি ফের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায় তবে যে অনুরাগীরা বেশ খুশিই হবেন তা বলা বাহুল‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর