যেন বাবা-মেয়ে হেঁটে যাচ্ছে! হৃতিক-সাবার হাত ধরাধরি করে হাঁটার ভিডিও নিয়ে কটাক্ষ নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘বেশ করেছি প্রেম করেছি’, হৃতিক রোশন (Hrithik Roshan) আর সাবা আজাদের (Saba Azad) এখন এটাই মূলমন্ত্র। যেটা এতদিন ধরে কানাঘুঁষোর পর্যায়ে ছিল সেটা এখন সর্বসমক্ষে। সম্পর্কে একরকম শিলমোহর দিয়েছেন হৃতিক সাবা। বিমানবন্দরে দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখার পর এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না।

হ‍্যাঁ, আবার প্রেমে পড়েছেন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর কঙ্গনার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সেসব বিতর্ক বহুদিন হল চুকেবুকে গিয়েছে। এতদিনে কারোর সঙ্গেই নাম জড়ায়নি হৃতিকের। অবশেষে ৪৮ বছর বয়সে এসে ১৭ বছরের ছোট সাবার প্রেমে পড়লেন বলিউডের গ্রিক গড।


সোশ‍্যাল মিডিয়ায় দুজনের প্রেমালাপ নজর এড়ায়নি কারোরই। টুকটাক রেস্তোরাঁয় সময়ও কাটাতে যান দুজনে। বেরোনোর সময় অনেক ক‍্যামেরার ঝলকানি সত্ত্বেও কখনোই সাবার হাত ছাড়েননি অভিনেতা। বিমানবন্দরেও দেখা গেল তেমনি দৃশ‍্য।

দুজনের জুটি বেশ মানালেও ট্রোল হতে হয়েছে হৃতিককেও। কয়েকজন লিখেছেন, সাবাকে অভিনেতার মেয়ের মতো লাগছে। দুজনের মধ‍্যে বয়সের পার্থক‍্য অগ্রাহ‍্য করার নয়। তাই অনেকেই আপত্তি করেছেন জুটিটা নিয়ে। আবার কয়েকজন দাবি করেছেন, সাবা হৃতিকের যোগ‍্য নন।


জুটির ঘনিষ্ঠ এক সূত্রের খবর, সাবা ও হৃতিক নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অভিনেতার প‍রিবারও ইতিমধ‍্যেই সাবার গান সংক্রান্ত কাজকর্মের ভক্ত হয়ে উঠেছেন। এমনকি সাবা যখন হৃতিকের বাড়িতে গিয়েছিলেন তখন গানবাজনার একটা ছোটখাট আসরও জমে উঠেছিল। সকলেই খুব মজা করেছিলেন। সূত্রের দাবি, দুজনে সম্পর্কটা প্রকাশ‍্যে স্বীকার না করলেও তলে তলে দিব‍্যি প্রেম চালিয়ে যাচ্ছেন। তবে দুজনের কেউই এখনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না।

https://www.instagram.com/reel/Cb9wOP8KyQd/?utm_medium=copy_link

শুধু হৃতিক নন, তাঁর প্রাক্তন স্ত্রীকেও নিজের ভক্ত বানিয়ে তুলেছেন সাবা। ভালোই বন্ধু হয়ে উঠেছেন নাকি তাঁরা। সাবার লেখা ও গান খুব পছন্দ করেন সুজান। তাই প্রায়ই টুকটাক লেখা সুজানকে পাঠিয়ে তাঁর মতামত নেন সাবা। হৃতিক সুজানের দুই ছেলেও ইতিমধ‍্যেই পছন্দ করে ফেলেছেন বাবার নতুন প্রেমিকাকে।

সম্পর্কিত খবর

X