কঙ্গনা পর্ব অতীত, হাঁটুর বয়সী ‘প্রেমিকা’র সঙ্গে হাতে হাত ধরে ভাইরাল হৃতিকের ভিডিও!

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে নেটমাধ‍্যম হৃতিক (hrithik roshan) ময়। একের পর এক চমক দিয়েই চলেছেন বলিউডের গ্রিক গড। অভিনয় থেকে শুরু করে ব‍্যক্তিগত জীবন, সব জায়গাতেই চর্চায় অভিনেতা। সকলেই জানেন, স্ত্রী সুজান খানের সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে হৃতিকের। তারপর কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও প্রেম বিতর্কেও জড়িয়েছিলেন তিনি।

এবার ফের হৃতিককে নিয়ে জল্পনা তুঙ্গে সোশ‍্যাল মিডিয়ায়। সৌজন‍্যে, ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক তরুণীর সঙ্গে হাতে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন হৃতিক। সুন্দরীর মুখে কালো মাস্ক। পাপারাৎজির সামনে দিয়েই তরুণীর হাত ধরে গাড়িতে উঠে যান অভিনেতা।

hrithik roshan movie 1200x900 1
ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা কৌতূহলে প্রশ্ন দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কে এই রহস‍্যময়ী? এত ক‍্যামেরার ঝলকানির মাঝেও তরুণীর হাত ছাড়লেন না হৃতিক! অনেকে আবার ধাঁধার সমাধানও বের করে ফেলেছেন। নেটিজেনদের একাংশের মতে, এই রহস‍্যময়ী হলেন সাবা আজাদ (saba azad)। বড়পর্দায় দেখা না গেলেও OTT দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম সাবা।

https://www.instagram.com/reel/CZSBjBXBAhq/?utm_medium=copy_link

বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। হৃতিকের পরিবারের লোকেরা নাকি সাবাকে সোশ‍্যাল মিডিয়ায় ফলোও করেন। তবে কি প্রেম করছেন হৃতিক সাবা? দুজনের বয়সের পার্থক‍্য ১৬ বছর। হাজারো প্রশ্ন উঠলেও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি হৃতিক।

Saba Azad portrait 1280x720 1
এদিকে সম্প্রতি শোনা গিয়েছে, শাহরুখ ও সলমনের সঙ্গে শীঘ্রই স্ক্রিন শেয়ার করতে চলেছেন হৃতিক। টাইগার থ্রি বা পাঠানে না হলেও ‘ওয়ার ২’ এর পর নিশ্চয়ই তিন গুপ্তচরের চরিত্রকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সূত্রের খবর, প্রযোজক আদিত‍্য চোপড়া মনে করেন শাহরুখ, সলমন ও হৃতিকের গুপ্তচর চরিত্রগুলি যখন পর্দায় মিলিত হবে, তখন ব‍্যাপারটা বলিউডি ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ এর মতোই হবে। সেই মুহূর্তটার জন‍্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করুক, সেটাই চান যশরাজ ফিল্মস প্রোডাকশনের মালিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর