বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির জয়যাত্রাকে সগর্বে এগিয়ে নিয়ে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। রকি ভাই ওরফে যশের (Yash) প্রেমে পাগল গোটা দেশ। সেই ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। এখনো পর্যন্ত প্রেক্ষাগৃহে টিকে রয়েছে রকি ভাই। সিক্যুয়েলের এত সাফল্য দেখে তৃতীয় অংশও আনার চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। আর সেখানে সম্ভবত সবথেকে বড় চমক হতে চলেছে হৃতিক রোশনের (Hrithik Roshan) এনট্রি!
ইতিমধ্যেই কেজিএফ চ্যাপ্টার ৩ এর ঘোষনা সেরে ফেলেছেন নির্মাতারা। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন নতুন নতুন আপডেটের জন্য। এর মাঝেই গুঞ্জন তুঙ্গে, বলিউডের গ্রিক গড নাকি কেজিএফ এর অংশ হতে চলেছেন। জল্পনা কি সত্যি?
ছবির সহ প্রযোজকের কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান, কেজিএফ এর তৃতীয় পার্ট এ বছরেই আসছে না। তিনি বলেন, “আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশান্ত নীল (পরিচালক) এখন সালার নিয়ে ব্যস্ত। যশও খুব শিগগির আগামী ছবির ঘোষনা করবেন। তাই ওরা একসঙ্গে হলেই কেজিএফ চ্যাপ্টার ৩ নিয়ে কথা বলা যাবে। এখনো পর্যন্ত কোনো তারিখ ঠিক করা হয়নি।”
গোটা বিশ্বে এখনো পর্যন্ত ১২২৪ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২। পিছিয়ে নেই ছবির হিন্দি সংষ্করণও। সবথেকে বেশি ব্যবসার নিরিখে আমির খানের ‘দঙ্গল’কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।
কেজিএফ চ্যাপ্টার ২ এর হিন্দি সংষ্করণই প্রথম হিন্দি ছবি যা সবথেকে দ্রুত ২৫০ কোটির মাইলফলক ছুঁয়েছে। মুক্তির পর মাত্র দশ দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। ২০১৪ সালে আমির খানের ‘পিকে’র পর বজরঙ্গি ভাইজান, সুলতান, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়, বাহুবলী ২, পদ্মাবত, সঞ্জু, ওয়ার ছবিগুলিই ৩০০ কোটি ছুঁতে পেরেছিল। এর মধ্যে আবার বাহুবলী একমাত্র ছবি যার হিন্দি সংষ্করণ ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
তালিকায় যুক্ত হয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর নাম। এর আগে ‘পুষ্পা’, ‘আর আর আর’ এর মতো ছবিও ৩০০ কোটি তুলতে পারেনি হিন্দি ভাষায়। সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন রকি ভাই। বড়পর্দায় একাধিক রেকর্ড ভাঙার পর সম্প্রতি OTT প্ল্যাটফর্মে এসেছে কেজিএফ।
শোনা গিয়েছিল, কেজিএফ চ্যাপ্টার ২ এর সম্প্রচারের স্বত্ব কেনার জন্য নাকি বড়সড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে এক প্রথম সারির OTT প্ল্যাটফর্ম। আনুমানিক ৩২০ কোটি টাকার প্রস্তাব নাকি রাখা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো ঘোষনা না হলেও ২৭ মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচার শুরু হয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট