সিলেবাস বদলানোয় চিন্তায় পড়ুয়ারা! এরই মাঝে নতুন পাঠ্যবই নিয়ে সুখবর দিল শিক্ষা সংসদ

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১১ বছর পর বদল আনা হয়েছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) সিলেবাসে। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন সিলেবাস। চলতি বছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই সকল পড়ুয়ারা নতুন সিলেবাসে (HS New Syllabus) পড়াশোনা শুরু করবে। জানিয়ে রাখি, কেবল যে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল আনা হয়েছে তেমনটা নয়, পাশাপাশি আমূল পরিবর্তন আসছে পরীক্ষার পদ্ধতিতেও।

নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম (Semester System) চালু হচ্ছে। এবার থেকে একবার নয়, বছরে দুবার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। ছ মাস অন্তর হবে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। আর সব কিছু মিলিয়ে শিক্ষা সংসদকে (WBCHSE) সিলেবাসে বদল আনতে হয়েছে।

   

নতুন কিছু গ্রহণ সবসময়ই একটু বেশি সময় লাগে। তার উপর কাজ করে খানিক ভয়ও। ওদিকে সিলেবাস বদলে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্ত পাঠ্য বইও বদলে ফেলা হচ্ছে। আর যা নিয়ে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে চিন্তা শুরু হয়েছে। এমনিতেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া মানেই উচ্চমাধ্যমিকের চাপ। এবার ১১ ক্লাসে ভর্তির সঙ্গে সঙ্গেই পাঠ্যবই পাওয়া যাবে তো? নাকি সেই বই হাতে পেতেই বেশ কিছুটা সময় চলে যাবে?

তবে এসব চিন্তা, জল্পনার মাঝেই আশার খবর শোনা গেল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সমস্ত বই প্রকাশকরা নতুন সিলেবাস অনুযায়ী বই তৈরীর কাজ শুরু করে দিয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বইয়ের খসড়া জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তারপর তাতে কোন রকম সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করেই আর নতুন পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়ে যাবে।

Big news for higher secondary Examinee

আরও পড়ুন: রাতের অন্ধকারে সৌগতর গাড়িতে পেছন থেকে ম্যাটাডোরের ধাক্কা! এখন কেমন আছেন তৃণমূল সাংসদ?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা খবর, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নতুন সিলেবাসের পাঠ্য বই উপলব্ধ হয়ে যাবে। সেই সময়ই পড়ুয়াদের নতুন সিলেবাসের বই দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ad2
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর