বাংলাহান্ট ডেস্ক/ HS result 2020 : অবশেষে বের হল বহু প্রতিক্ষিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এবছর উচ্চমাধ্যমিকে রেকর্ড নম্বর পেয়েছে প্রথম স্থানে থাকা পরিক্ষার্থী। ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়েছে সে।
প্রসঙ্গত, এবছর ছাত্রদের তুলনায় ৩৬ হাজার বেশী ছাত্রী পরীক্ষা দিয়েছিল।মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার। পরীক্ষায় বসেছে ৭ লাখ ৬১ হাজার। পাশ করেছেন ৬ লাখ ৮০ হাজার ৫৭ জন। পাশের হার ৯০ শতাংশেরও বেশী।
বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৮ শতাংশের বেশী পড়ুয়া। কলা ও বাণিজ্য বিভাগে পাস করেছে যথাক্রমে ৮৮.৭৪ ও ৯২.২২ শতাংশ পড়ুয়া। গত বছরের মত এই বছরও পাশের হারে এগিয়ে আছে কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা।
গতবছর কোচবিহার জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মণ এবং বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল এক যোগে প্রথম হয়েছিল। তাঁদের দুজনেরই প্রাপ্ত নম্বর ছিল ৪৯৮। বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিলেন উভয়ই। ৪৯২ নম্বর পেয়ে কলা বিভাগে প্রথম হয়েছিলেন সাঁইথিয়া টাউন হল স্কুলের রাকেশ দে।