আম্বানির সমতুল্য, এই ট্যাক্সি চালকের অ্যাকাউন্টে রাতারাতি ঢুকল ৯ হাজার কোটি! তারপর যা হল …

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দিনে আমরা দেখেছি একের পর এক ব্যাংক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। আধার জালিয়াতি করে নিমেষে ফাঁকা হয়ে গিয়েছে বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু এই আবহে উল্টো পরিস্থিতি ঘটল চেন্নাইয়ের (Chennai) এক ক্যাব ড্রাইভারের সাথে। হঠাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল ৯ হাজার কোটি টাকা!

তামিলনাড়ুর পালানিতে বাসিন্দা রাজকুমার ক্যাব গাড়ি চালান চেন্নাইতে। রাজকুমারের মোবাইল ফোনে গত ৯ই সেপ্টেম্বর একটি এসএমএস ঢোকে। সেই এসএমএস খুলতে চক্ষু চরক কাজ হয়ে যায় তার। তিনি দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৯০০০ কোটি টাকা। প্রথমে রাজকুমার ভেবেছিলেন এটা হয়ত কোনও জালিয়াতি।

আরোও পড়ুন : পুজোর আগেই কড়া সিদ্ধান্ত বাংলাদেশের! ভারতের জন্য বন্ধ ইলিশ রপ্তানি, হঠাৎ কী হল?

প্রতারকরা প্রতারণার জন্য এই ধরনের এসএমএস পাঠিয়েছে। এরপর যাচাই করার জন্য তিনি এক বন্ধুকে ২১ হাজার টাকা পাঠান মোবাইল মাধ্যমে। দেখা যায় সেই টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে তার বন্ধুর অ্যাকাউন্টে। এরপর রাজকুমার নিশ্চিত হন যে সত্যিই তার অ্যাকাউন্টে জমা পড়েছে এই বিপুল পরিমাণ টাকা।

আরোও পড়ুন : দিঘা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন? সতর্ক হন! আগে দেখুন পরিস্থিতি, তারপর প্ল্যান সাজাবেন

যদিও এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি রাজকুমারের কপালে। আধ ঘন্টার মধ্যে ব্যাংকের পক্ষ থেকে ফিরিয়ে নেওয়া হয় সেই টাকা। ওই ঘটনা ঘটার আধঘণ্টার মধ্যে তামিলনাড়ুর মার্কেন্টাইল ব্যাঙ্কের প্রধান কার্যালয় থেকে রাজকুমারকে ফোন করে জানানো হয় যে ভুলবশত সেই টাকা ক্রেডিট হয়েছে রাজকুমারের ব্যাংক অ্যাকাউন্টে।

money

সেই টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফিরিয়ে নিচ্ছে। রাজকুমার যেন তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ না করেন। এরপর রাজকুমারের ব্যাংক ব্যালেন্স ৯ হাজার কোটি টাকা থেকে ফিরে আসে শূন্যে। এই টাকা ঢোকার আগে রাজকুমারের ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র ১০৫ টাকা। যদিও জানা যায়নি তিনি যে ২১ হাজার টাকা বন্ধুকে পাঠিয়েছিলেন সেই টাকা ব্যাংককে ফেরত দিতে হবে কিনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর