বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের লাখ লাখ টাকা উধাও হয়ে গেল পোস্ট অফিস থেকে। কোচবিহার গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই ঘটনা। পোস্ট অফিসের গুড়িয়াহাটি সুভাষ কলোনি শাখার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা গায়েব হয়ে গেছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে দানা বেঁধেছে বিক্ষোভ। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসার পর পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তারা রীতিমতো ফাঁপরে পড়েছেন। পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রাহকদের পাস বই নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পোস্ট অফিসের গ্রাহকরা এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন।
আরোও পড়ুন : ২০২৫ সালে ফের বিয়ের পিঁড়িতে বসবেন কৃষ্ণকলি! তবে তার আগে এক বিশেষ শর্ত দিলেন তিয়াসা
তারা জানিয়েছেন, “দীর্ঘ দিন ধরে ওই পোস্ট অফিসে টাকা জমা রাখতেন স্থানীয় গ্রাহকরা। সেখানকার কর্মী রতন দাস টাকা জমা রাখতেন। তবে কম্পিউটারে নয় পাস বইয়ে মধ্যে হাতেই টাকার পরিমাণ লিখে দিতেন। সম্প্রতি, রতন দাসের বদলি হয়। আর তাতেই কাল হল গ্রাহকদের।
আরোও পড়ুন : টানা ৪৫ দিন বন্ধ করতে হতে পারে সোদপুর ব্রিজ! চিন্তা বাড়ছে প্রশাসনের
সেখানে নতুন এক কর্মী কাজে যোগ দেন। এরপরই টাকা জমা না পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে গ্রাহকদের। গ্রাহকরা তাঁদের পাস বই নিয়ে টাকার পরিমাণ ক্ষতিতে দেখেন। তখন দেখা যায়, কারও ৭০ হাজার, কারও এক লক্ষ আবার কারও ২০ হাজার টাকা কম রয়েছে অ্যাকাউন্টে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।”
ব্রাঞ্চের বর্তমান পোস্ট মাস্টার আবির নাগ বলছেন, “গোটা বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। মোট কত টাকা উধাও হয়েছে তা খতিয়ে দেখছে উর্দ্ধতন কর্তৃপক্ষ। টাকার গড়মিল রয়েছে এমন বেশ কয়েকটি পাস বই পাওয়া গিয়েছে। সেই বইগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে।”