নগদ ২৬১০০০০০! ঘরভর্তি শুধুই কাঁড়ি কাঁড়ি টাকা, ফের কুবেরের ধন উদ্ধার করল CBI

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এক রেল আধিকারিক। সিবিআই গ্রেপ্তার করেছে এই রেল কর্তাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রেল কর্তার বাড়ি ও অফিস থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ টাকা। সিবিআইয়ের (Central Bureau of Investigation) অভিযোগ বিভিন্ন সময়ে ঘুষ হিসাবে ওই টাকা গ্রহণ করেছিলেন এই রেল আধিকারিক।অভিযুক্ত রেল আধিকারিকের নাম কেসি জোশী। 

উত্তর-পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেটিরিয়াল ম্যানেজার পদে আছেন তিনি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কর্মরত এই রেল আধিকারিক ১৯৮৮ ব্যাচের আইআরএসএস। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সম্প্রতি তার নয়ডার বাড়িতে তল্লাশি চালায়। পাশাপাশি হানা দেওয়া হয় তার অফিসেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, অফিস ও বাড়ি মিলিয়ে উদ্ধার হয়েছে মোট ২ কোটি ৬১ লক্ষ টাকা।

আরোও পড়ুন : পর্যটকদের জন্য দীঘায় এবার আরও চমক! নয়া উদ্যোগ প্রশাসনের, আনন্দে লাফাবেন আপনি

রেল আধিকারিক কেসি জোশীকে গ্রেপ্তার করার জন্য জাল ফেলে সিবিআই। সিবিআই এর সেই জালে নিজে থেকেই ধরা দেন তিনি। তিন লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় সিবিআই তাকে হাতেনাতে পাকড়াও করে। এরপরই তার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। তার বিরুদ্ধে আরো অভিযোগ, রেলের জন্য ট্রাক যোগান দেওয়া এক ব্যক্তির কাছ থেকে তিনি ৭ লক্ষ টাকা ঘুষ দাবি করেন।

1694611737 cbi raid

এমনকি টাকা না দিলে ওই ব্যক্তির লাইসেন্স বাতিলের হুমকিও দেন জোশী। অভিযোগ পেয়ে এই রেল আধিকারিক এর বিরুদ্ধে কোমর বেঁধে নামে সিবিআই। এরপর জাল বিছানো হয় তার জন্য। সিবিআই এর পাতা জলে নিজেই পা দিয়ে ধরা পড়ে যান এই রেল কর্তা। এই রেল আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X