বাংলা হান্ট ডেস্ক : ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বোমাবাজদের রমরমা। রাজ্যের আনাচে কানাচে নাশকতার ছক কষছে দুস্কৃতিরা। জায়গায় জায়গায় খানা তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই যেমন সদ্যই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) থেকে।
সাধারণ দিবসের ঠিক আগের দিনই বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার হস্তিকাঁদা এলাকার এক পরিত্যক্ত ঘর থেকে এই বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই নাশকতার পরিকল্পনা করছিল সেই খবর এখনও মেলেনি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট পুলিশ।
এইদিন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় তার বয়ানে জানিয়েছেন, ‘প্রায় ৬ হাজার ৪০০ জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। এই চক্রান্তের পেছনে কারা রয়েছে তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’ উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে রামপুরহাট থেকে।
আরও পড়ুন : ভোটের আগেই ফাটল ‘ইন্ডিয়া’ জোটে! মমতা-কেজরির পর বেঁকে বসলেন নীতীশও, গাইলেন মোদীর গুণগান
এর আগে একবার রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স জেলা থেকে গাড়ি ভর্তি জিলেটিন, অ্যামোনিয়া উদ্ধার করেছিল। সেবার এই ঘটনায় গ্রেফতার করা হয় নলহাটির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। যদিও এই ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে। এসবের মাঝেই রামপুরহাট থানা এলাকা থেকেও বিপুল সংখ্যক বিষ্ফোরক বাজেয়াপ্ত করেছিল রামপুরহাট পুলিশ। দুর্ঘটনার ঘনঘটায় নিরাপত্তা কড়া করেছে পুলিশ। তদন্তের কাজে নামানো হয়েছে পুলিশ কুকুরও।