বাংলাহান্ট ডেস্ক : প্রথম ঝলকে দেখলে মনে হবে এ যেন কোন সোনার খনি। কেউ যদি আপনাকে না বলে দেয় তাহলে আপনি ভাবতেও পারবেন না এটি একটি ব্যবসায়ীর অফিস! মুম্বইয়ের জাভেরি বাজারে এক ব্যবসায়ীর অফিসে ও লকারে হানা দিয়ে এমনই ঘটনার সাক্ষী থাকলো ইডি। এক ব্যবসায়ীর অফিসে ও লকারে সন্ধান চালিয়ে ইডি অফিসারেরা উদ্ধার করলেন ৯১ কেজির সোনা এবং ৩৪০ কেজি রূপো।
গোপন সূত্রে খবর পেয়ে এই অফিস ও লকারগুলিতে তল্লাশি চালিয়ে বুধবার পর্যন্ত এই বিপুল পরিমাণ সোনা-রূপো উদ্ধার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া এই সোনা ওর উপর বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৮ কোটি টাকা। মুম্বইয়ের জাভেরি বাজারে ভাড়া দেওয়া হয় ৭৬১ টি লকার। এগুলির মধ্যে তিনটি লকারে তল্লাশি চালায় ইডি।
সূত্রের খবর এই তিনটি লকারই একটি বেসরকারি সংস্থার। মুম্বইয়ের জাভেরির এই বাজারে বহু নথিহীন লকার ভাড়া দেওয়া হয়। তাই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর সাথে এই মামলায় তদন্ত করছে আয়কর বিভাগও। পারেখ অ্যালুমিনেক্স নামক এই বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে এর আগেও ২৭০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ আছে।
এই বিপুল পরিমাণ সোনা ও রূপো উদ্ধারের পর জাভেরি বাজার ব্যবসায়ী সমিতির এক সদস্য দাবি করেছেন যে উদ্ধারকৃত সম্পত্তি কোন ব্যবসায়ীর নয়। কোথাও একটা ভুল হচ্ছে তাদের। তদন্তি নেমে ই ডি ও আয়কর দপ্তরের প্রতিনিধিরা পারেখ অ্যালুমিনেক্স এর চারটি জায়গায় তল্লাশি চালায়।
তার মধ্যে দুটি জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সোনা – রূপো।অ্যালুমিনিয়াম ফয়েলের বাক্স তৈরি করার সাথে যুক্ত এই সংস্থাটির বিরুদ্ধে সিবিআই প্রায় আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির মামলা করেছে।এছাড়াও মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইংস (ইওডব্লিউ)- দুটি ব্যাংক থেকে ৩৯০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা দায়ের করেছে এই সংস্থার বিরুদ্ধে।