হলুদ ধাতু বদলে দেবে দেশের ভাগ্য? ভারতেই লুকিয়ে ছিল সোনার ভাণ্ডার, অবশেষে মিলল সন্ধান

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের প্রসঙ্গের পাশাপাশি, শেয়ার বাজারে অস্থিরতা এবং সোনার দামের মতো বিষয়গুলি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই আবহই সোনা সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওড়িশায় সোনার বিশাল ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। যেটির খনন কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে যে এই গুপ্তধন দেশের (India) অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সাহায্য করবে।

ভারতে (India) সন্ধান মিলল বিপুল সোনার ভাণ্ডারের (Gold Reserve):

সোনার এই বিপুল ভাণ্ডারের অনুসন্ধানের সময়ে বিজ্ঞানীরা ওড়িশার একাধিক জায়গায় সোনার মজুত খুঁজে পেয়েছেন। এর মধ্যে রয়েছে সুন্দরগড়, নবরঙ্গপুর, কেওনঝাড় এবং দেওগড় জেলা। তবে এগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা গেছে দেবগড় জেলায় সম্পন্ন হওয়া জিওলজিক্যাল সার্ভেতে। এদিকে, সেখানে অন্যান্য খনিজেরও শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে GSI। সর্বশেষ আপডেট অনুযায়ী, দেবগড়েও খনন শুরু হয়েছে এবং ওড়িশা সরকার গোল্ড মাইনিং ব্লক নিলাম করার প্রস্তুতি নিচ্ছে।

Huge gold reserve discovered in India.

সোনার ব্যবহারে চিনের চেয়ে এগিয়ে ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোনা ব্যবহারের ক্ষেত্রে ভারত (India) শীর্ষ তালিকায় সামিল রয়েছে। ২০২৪ সালে ভারত ৫৬৩.৪ টন সোনার গয়না ব্যবহার করেছিল। এই পরিসংখ্যান চিনের ব্যবহারের চেয়ে অনেক বেশি। ২০২৪ সালে চিনে এই হার ছিল ৫১১.৪ টন। আসলে, আমাদের দেশে সোনার ব্যবহার বেশি কিন্তু উৎপাদন কম। এমতাবস্থায়, ভারত তার প্রয়োজনীয় সোনার ৮০ শতাংশ অন্যান্য দেশ থেকে আমদানি করে। এদিকে, সোনার ভালো ভাণ্ডারকেও শক্তিশালী অর্থনীতির একটি পরিমাপ হিসাবে বিবেচনা করা হয় এবং ভারতে পাওয়া এই ভাণ্ডার অর্থনীতিকে একটি উৎসাহ দিতে পারে।

আরও পড়ুন: MI-CSK-ও পেলনা পাত্তা! সবাইকে চমকে দিয়ে IPL-এ নয়া ইতিহাস গড়ল KKR, জানলে হবেন অবাক

ভারতের কাছে কত সোনা আছে: ভারতের (India) সোনার ভাণ্ডার ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের গোল্ড রিজার্ভ ছিল ৮৪০.৭৬ টন। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে, এটি বৃদ্ধি পেয়ে ৮৭৬.২০ টনে পৌঁছেছে। যদি আমরা সোনার মজুতের দিক থেকে শীর্ষ দেশগুলির তালিকার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, আমেরিকা এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে (৮,১৩৩.৪৬ টন)। তারপরেই রয়েছে জার্মানি (৩,৩৫১.৫৩ টন সোনা) এবং ইতালি ২,৪৫১.৮৪ টন সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে, চিনের কাছে ২,২৬৪.৩৪ টন গোল্ড রিজার্ভ রয়েছে এবং চিনের পরে রয়েছে ভারত (৮৪০.৭৬ টন)।

আরও পড়ুন: ওয়াকফ আসলে কী? কেনই বা করা হচ্ছে সংশোধন? কীভাবে মিলবে লাভ? রইল বিস্তারিত তথ্য

সোনার দাম এখন কত: সাম্প্রতিক সময়ে দেশে সোনার দর প্রতিনিয়ত নতুন শিখরে পৌঁছে যাচ্ছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট IBJA.Com অনুসারে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯১,০০০ টাকার ওপরে রয়েছে। এদিকে, দেশীয় বাজারে শুক্রবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম দর হল ৯১,৪০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দর ৮৭,৩০০ টাকা

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X