গভীর হচ্ছে নিম্নচাপ! উত্তাল হয়ে উঠবে সমুদ্র, বাংলা জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস, মৎসজীবীদের উপর নিষেধাজ্ঞা

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘনাচ্ছে নিম্নচাপ। তার প্রভাব যে একেবারেই বঙ্গে (West Bengal Weather Report) পড়বে না এমন নয়। তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলাতেই আবহাওয়ার (Weather Update) তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলবে।

কলকাতার আবহাওয়া : গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২১ মিমি (West Bengal Weather Forecast)।

   

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলা গুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির দাপট বজায় থাকবে। বর্ষার শুরু থেকেই বৃষ্টির দাক্ষিণ্য পেয়ে আসছে উত্তরবঙ্গ। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবার বর্ষা প্রথম থেকেই অসন্তুষ্ট। কিছুতেই সেভাবে বর্ষার বৃষ্টি হচ্ছে না কোনও জেলাতেই। তাতে চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। আর চাষের ক্ষতি হলে জিনিসের দাম বাড়তে শুরু করবে।

weather7

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর বিক্ষিপ্তভাবে চলবে। কলকাতা শহরেও কখনও মেঘ কখনও রোদ কখনও হালকা বৃষ্টি ভাবেই চলবে। তবে ২৯ তারিখের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট।

আগামীকাল উত্তাল হবে সমুদ্র : রবিবার থেকে একটু বাড়বে বৃষ্টির দাপট। তবে সেটি উপকূলবর্তী জেলা গুলিতে। নিম্নচাপের দাপটে উপকূলবর্তী জেলা গুলিতে শনিবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে। সেকারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। ২৮ তারিখ থেকেই উত্তাল হয়ে উঠবে সমুদ্র। কাজেই মৎস্যজীবীরা যাতে ২৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই সাগরে মাছ ধরতে না যান তার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর