বাংলা হান্ট ডেস্ক : গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের (West Bengal) সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলেছে। আর তার জেরে ভরা চৈত্র মাসেও সকাল সন্ধ্যা ঠান্ডার অনুভূতি পাচ্ছে রাজ্যবাসী। জেলায় জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী এক ৫ দিন। দিঘা (Digha) সংলগ্ন উপকূলবর্তী এলাকাকে লন্ডভন্ড করেছে কালবৈশাখীর (Kalbaisakhi)। আজ সকাল থেকেই বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) বিস্তীর্ণ এলাকায়। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৮%
কলকাতার আবহাওয়া : আজ শহরের আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বিগত দিন দুয়েকের মতো। কলকাতায় এই আবহাওয়া বজায় থাকবে আরও দিন দুয়েক। তবে আগামী বৃহস্পতিবার আবহাওয়া একেবারে শুকনো থাকবে তা জানিয়েছে মৌসম ভবন। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সাথে রয়েছে শিলাবৃষ্টির সম্ভবনা। তাই নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। ২১ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি চলতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২২ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকেই আবহাওয়া উন্নতির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়েই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বুধবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
৯ জেলায় প্রবল বৃষ্টি : রাজ্যের মোট ৯ জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার আশপাশের এখন কয়েকদিন বৃষ্টি চলবে। যদিও আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর দিকে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। দু’এক জায়গায় আবার বজ্র বিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।