বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের উত্তেজনার আবহেই ভারতের জন্য একটি বড় সুসংবাদ সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৯ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Exchange Reserves) ৩.৫১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এখন ৬৯৪.২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) উত্থান:
গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছে। আলোচ্য সপ্তাহের আগের সপ্তাহে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) ৪.৩৮৬ বিলিয়ন ডলার কমে ৬৯০.৭২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। এদিকে, ২৯ অগাস্ট শেষ হওয়া সপ্তাহের তথ্য থেকে দেখা গেছে যে, ফরেন কারেন্সি অ্যাসেটস যেটি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের একটি প্রধান উপাদান হিসেবে বিবেচিত হয় সেটিও ১.৬৮৬ বিলিয়ন ডলার বেড়ে ৫৮৩.৯৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, ডলারের পরিপ্রেক্ষিতে ফরেন কারেন্সি অ্যাসেটসে ইউরো থেকে শুরু করে পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে।
দেশের সোনার ভাণ্ডারও বৃদ্ধি পেয়েছে: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, গত ২৯ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে দেশের সোনার ভাণ্ডারও বেড়েছে। যেটি ১.৭৬৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৮৬.৭৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে, স্পেশাল ড্রয়িং রাইটসও ৪০ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৭৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। RBI-এর তথ্য অনুসারে, পর্যালোচনাধীন সপ্তাহে IMF-এ ভারতের রিজার্ভ পজিশনও ১৮ মিলিয়ন ডলার বেড়ে ৪.৭৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সোনার ভাণ্ডারের ওপর RBI-এর নজর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের
(Foreign Exchange Reserves) ওপর এই রিপোর্টটি সেই রিপোর্টের পরে এসেছে, যেখানে বলা হয়েছিল যে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়ানোর জন্য RBI তার সোনার ভাণ্ডার বাড়ানোর ফলে মার্কিন ট্রেজারি বিলের প্রবণতা কমছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: মাত্র ২,০০০ টাকার খরচে বিয়ে! একজন IAS, অন্যজন IPS; চমকে দেবে এই দম্পতির সাফল্যের কাহিনি
মার্কিন ট্রেজারি বিভাগ এবং RBI-এর সাম্প্রতিক তথ্য অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক তার বৈদেশিক মুদ্রার হোল্ডিং জোরদার করার জন্য মার্কিন ট্রেজারি বিলের পরিবর্তে সোনার ভাণ্ডার বাড়ানোর ওপর জোর দিচ্ছে। গত ২৭ জুন, ২০২৫ তারিখে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার পরিমাণ ৮৭৯.৯৮ মেট্রিক টনে পৌঁছেছে। যা গত ২৮ জুন, ২০২৪ তারিখে ছিল ৮৪০.৭৬ মেট্রিক টন।
আরও পড়ুন: অবশেষে মিলবে “যোগ্য সম্মান”? এশিয়া কাপের আগেই বড়সড় সুসংবাদ পেতে পারেন শ্রেয়স আইয়ার
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও বেড়েছে: জানিয়ে রাখি, ২৯ অগাস্ট, ২০২৫ তারিখে শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও (Foreign Exchange Reserves) বেড়েছে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান (SBP) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২৯ অগাস্ট, ২০২৫ তারিখে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৪১.৭ মিলিয়ন ডলার বা ০.২১ শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে ১৯.৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের এই ঊর্ধ্বগতি SBP-র নিজস্ব বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধির কারণে ঘটেছে। যা সপ্তাহে ২৮.২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এবং এর সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের ভাণ্ডারও ১৪.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।