নেপালের মতো পরিস্থিতি ভারতেও চাইছেন হুমায়ুন কবীর? তৃণমূল নেতা হুমায়ুন কবীরের পোস্টে তোলপাড়

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে নেপালের বর্তমান পরিস্থিতি। সে দেশে জেন জি দের বিক্ষোভের সামনে মাথা নুইয়ে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। প্রধানমন্ত্রী পদত্যাগ করতেই দায়িত্বভার নিয়েছে সেনাবাহিনী। এবার নেপালের মতোই পরিস্থিতি ভারতেও কামনা করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কী লিখেছেন ডেবরার বিধায়ক?

কী মন্তব্য হুমায়ুন কবীরের (Humayun Kabir)?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিষ্ফোরক পোস্ট করেছেন হুমায়ুন কবীর। তিনি লিখেছেন, ‘আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? কবে যে আমাদের দেশের তানাশাহদের একই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে’। রাজনৈতিক মহলে দাবি উঠছে, নেপালের পরিস্থিতির প্রসঙ্গ টেনেই এই পোস্ট করেছেন বিধায়ক। একই সঙ্গে উঠে যাচ্ছে বেশ কিছু প্রশ্নও।

Humayun Kabir post about nepal protest goes viral

অস্বস্তিতে শাসক দল: হুমায়ুনের (Humayun Kabir) ইঙ্গিত কি কেন্দ্রের দিকে নাকি পরোক্ষ ভাবে নিজের দলের প্রতিও কটাক্ষ করেছেন তিনি? বিশেষজ্ঞ মহল যদিও বা বলছে, ‘তানাশাহ’ কথাটি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হলেও রাজ্য সরকারের দুর্নীতি নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলছেন। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, বিধায়কের এই পোস্টের জেরে অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দলের অন্দরে। এই পোস্টকে হাতিয়ার করে সরব হতে পারে বিরোধীরা। তাই হুমায়ুন কবীরের uuদল পদক্ষেপ নিতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন : রক্তক্ষয়ী সংঘর্ষে বিপর্যস্ত নেপাল, আঁচ লাগল ভারতেও, দূতাবাসের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

পরিস্থিতি জটিল নেপালে: প্রসঙ্গত, নেপালে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি ঘিরেই সরকারের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করে দেশের যুবসমাজ। নব্য প্রজন্মের বিক্ষোভের মুখে পড়ে অনেককে ফিরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে ২২ টি প্রাণ গিয়েছে এই বিদ্রোহে।

আরও পড়ুন : গোপাল পাঁঠার চরিত্র বিকৃতির অভিযোগ, মামলা বিবেকের বিরুদ্ধে, কী বলল হাইকোর্ট?

ইতিমধ্যেই নেপালের দায়িত্ব নিয়েছে দেশের সেনাবাহিনী। স্পষ্ট বার্তা দিয়েছে সেনা, দেশে কোনও রকম ভাঙচুর বা হামলা হলেই কঠোর পদক্ষেপ করবে। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।