ভারতে রয়্যাল এনফিল্ডের রাজত্বের অবসান ঘটাতে এল নতুন বাইক! দামের সঙ্গে লুকও আকর্ষণীয়

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ক্রুজার বাইকের বাজারে একটি বড় নাম রয়্যাল এনফিল্ড। সব বয়সিদের কাছেই ‘বুলেট’ একটি আবেগের নাম। ৩৫০ সিসি সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের বাইকই দাপিয়ে বেড়াচ্ছে। এই সেগমেন্টে বাজারের একটি বড় অংশ ধরে রেখেছে রয়্যাল এনফিল্ড। কিন্তু এই নিও-ক্লাসিক মোটরবাইক সেগমেন্টে এখন ভালই প্রতিযোগিতা চলছে। এর মধ্যে হাঙ্গেরির বাইক সংস্থা কিওয়ে (Keeway New Bike) ভারতে তাদের বাইক লঞ্চ করেছে।

কিওয়ে এসআর ২৫০ ভারতীয় রয়্যাল এনফিল্ড হান্টারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে। এর এক্স শোরুম দাম ১.৪৯ লক্ষ টাকা। এই বাইকটির নকশা কিছুটা তাদেরই এসআর ১২৫-এর মতো করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে এটি কিনতে পাওয়া যাচ্ছে। কিওয়ের ১২৫ সিসি বাইকের মতো এসআর ২৫০-তেও মাল্টি স্পোক চাকা, ফ্রন্ট ফোর্ক গেটর আছে। এছাড়াও একটি গোলাকার কনসোল দেওয়া হয়েছে এতে। 

keyway sr250

এই বাইকে ব্লুটুথ কানেকটিভিটি এবং এলইডি লাইটিং প্যাকেজ রয়েছে। কিওয়ে এসআর ২৫০ একটি ২৫০ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত হয়। এই চার স্ট্রোকের ইঞ্জিন থেকে ১৬.০৮ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন হয়। এর সর্বোচ্চ টর্ক ১৬ এনএম। লো ও মিড রেঞ্জেও ভাল টর্ক উৎপন্ন করতে পারে এই বাইক। আপাতত তিনটি রঙে কিনতে পারা যাচ্ছে এই বাইকটি। গ্লসি হোয়াইট, গ্লসি রেড এবং গ্লসি ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে টেস্ট রাইড ও ডেলিভারি শুরু হয়ে যাবে। কিওয়ে এসআর ২৫০ টেক্কা দিতে চলেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, টিভিএস রনিন এবং কাওয়াসাকি ডব্লু ১৭৫-কে। কিওয়ে সংস্থার আরও সাতটি বাইক ভারতীয় বাজারে বিক্রি হয়। এই নতুন বাইকটি সেই প্রোডাক্ট লাইনে যোগ দিল। 

Subhraroop

সম্পর্কিত খবর