স্ত্রীকে জীবন্ত কবর দিয়েছিলেন স্বামী! Apple Watch-এর দৌলতে বাঁচল প্রাণ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই স্মার্টওয়াচ (Smart Watch) ব্যবহার করে থাকেন। মূলত, সময় দেখার পাশাপাশি ওই ওয়াচে থাকে বিভিন্ন সুবিধাও। এছাড়াও, এই ডিভাইসের সাহায্যে খুব সহজেই ব্লাড প্রেসার থেকে শুরু করে হার্ট রেট এবং শরীরের অক্সিজেনের মাত্রা নির্ধারণ করা যায়। এমতাবস্থায়, স্বাস্থ্য সচেতন মানুষের কাছে স্মার্টওয়াচ হল একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এদিকে, Apple-এর মত জনপ্রিয় টেক সংস্থাও এখন স্মার্টওয়াচ তৈরি করছে। যা ইতিমধ্যেই গ্রাহকমহলে অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। তবে, এবার Apple Watch এক মহিলার জীবন বাঁচিয়ে দিয়েছে। এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে সর্বত্র।

মূলত, ওয়াশিংটন (Washington) থেকে এই ঘটনাটি সামনে এসেছে। জানা গিয়েছে, ইয়াং সুক আন (Young Sook An) নামের ৪২ বছর বয়সী এক মহিলা সিয়াটল থেকে ৬০ মাইল দূরে একটি শহরে থাকেন। এদিকে, তাঁর স্বামী হঠাৎই ক্ষিপ্ত হয়ে তাঁকে মাটিতে জীবন্ত কবর দিয়ে ফেলেন। এমনকি, ওই মহিলার মুখ বেঁধে তাঁকে ছুরিকাঘাত করা হয় বলেও জানা গিয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে Apple Watch-এর দৌলতেই রক্ষা পায় ওই মহিলার জীবন।

কিভাবে জীবন বাঁচাল Apple Watch: খবর অনুযায়ী, মাটিতে জীবন্ত কবর দেওয়ার পর ইয়াং সুক আন প্রথমে কোনোভাবে কবর থেকে বেরিয়ে আসেন। তারপরই তিনি তাঁর Apple Watch থেকে ৯১১ নম্বরে ডায়াল করে পুলিশকে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নেয়।

পুলিশকে পুরো ঘটনাটি খুলে বলেন তিনি: ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পরেই ওই মহিলা পুরো ঘটনাটি তাঁদের জানান। পাশাপাশি, পুলিশের পক্ষ থেকেও জানানো হয় যে, ইয়াং সুক আন-কে যখন উদ্ধার করা হয় তখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এমনকি, তাঁর হাত, পা ও মাথাতেও গভীর ক্ষত ছিল বলে জানানো হয়।

WhatsApp Image 2022 10 26 at 12.18.03 PM

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই ইমানি মাইলস নামের এক ১২ বছর বয়সী বালিকার শরীরে বাড়তে থাকা ক্যানসার সম্পর্কে তাকে সতর্ক করে দিয়েছিল Apple Watch। মূলত, তার উচ্চ হৃৎস্পন্দনের বিষয়টির জেরে তাকে বারংবার নোটিফিকেশন পাঠাতে থাকে ওই ওয়াচ। এমতাবস্থায়, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পর জানা যায় যে, ইমানি বিরল নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে ভুগছিল। পরে ওই বালিকার অস্ত্রোপচার হওয়ার পর এখন সে অনেকটাই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, ওই ভয়ঙ্কর রোগ থেকে আগেভাগেই তাকে সতর্ক করে দিয়েছিল Apple Watch।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর