স্বামীরা বন্দি, চীনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে উইঘুর মহিলাদের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : চীনের সংখ্যালঘু উইঘুর দের ওপর অত্যাচারের কাহিনি কয়েক মাস ধরেই প্রকাশ্যে আসছে। বিশেষ করে মহিলাদের উপর শারীরিক নির্যাতন ক্রমশই বাড়ছে। যদিও তা থেকে কোনও অংশেই বাদ যাচ্ছে না উইঘুর মুসলিম পুরুষরা। প্রায় দু বছর আগে থেকে ঐক্য এবং পরিবার প্রকল্প হাতে নিয়ে বেজিং চীনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করছে উইঘুর সম্প্রদায়ের মহিলাদের। স্বামীদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দি করে দেখে হিলারির ওপর শারীরিক অত্যাচার চালাচ্ছে চিনা পুরুষরা।

উইগুর সম্প্রদায় ও ধর্ষিত জিনজিয়াং প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার নামে ডিটেনশন ক্যাম্প করে বন্দিদের আটকে রাখা হচ্ছে, যদিও দাবি করা হয়েছে তাঁদের ঐক্যবদ্ধ হওয়া এবং কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু পরিবর্তে চাইনিজ পুরুষদের সেই উইঘুর মুসলিম পরিবারের রিলেটিভ পরিচয় দিয়ে তাঁদের মহিলার সঙ্গে শয্যাসঙ্গিনী করা হচ্ছে।

সম্প্রতি কমিউনিস্ট পার্টির এক ক্যাডার জানিয়েছেন উইঘুর সম্প্রদায়ের আশিটি পরিবারের ওপর চীনা পুরুষরা দুই মাসে দিন করে থাকেন। গত দু বছর ধরে এ ভাবেই একসঙ্গে খাবার খাওয়া দিন রাত্রি যাপন এবং বিছানা একসঙ্গে ঘুমোনো এসব চলছে। এমনকি যারা এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের ডিটেনশন ক্যাম্পে বন্দি করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে উইঘুর সম্প্রদায় আর তাই উইঘুর সম্প্রদায়ের পুরুষদের চীনা ডিটেনশন ক্যাম্পে বন্দি করে দীর্ঘদিন ধরে শিক্ষা দীক্ষা এসব দেওয়ার নাম করে আসলে অত্যাচার চালাচ্ছে, তার সঙ্গে শরীর থেকে কিডনির মতো অঙ্গ বের করে নিচ্ছে।

সম্পর্কিত খবর

X