বাংলাহান্ট ডেস্ক : সংগীতজগতে এক জনপ্রিয় নাম অরিজিৎ সিং (Arijit Singh)। ৮ থেকে ৮০ সকলেই মুগ্ধ তাঁর কন্ঠে। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) তাঁকে ছাড়া অসম্পূর্ণ গানের জগত। কেবলমাত্র সাধারণ মানুষ নন। বহু তারকারাই তাঁর গানের গলায় মুগ্ধ। দেশের জনপ্রিয় গায়কদের তালিকায় একদম প্রথমেই জ্বলজ্বল করে তাঁর নাম।
পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে জন্ম হয়েছে অরিজিৎ সিং-এর। সেখানেই বেড়ে ওঠা। বিপুল সম্পত্তির মালিক হলেও একেবারে সাদামাটা জীবনযাপন করতেই ভালোবাসেন সকলের প্রিয় অরিজিৎ। আর সেকারণেই দিনের পর দিন বেড়েই চলেছে তাঁর জনপ্রিয়তা। ক্যারিয়ারের প্রথম দিকে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল তাঁকে।
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বোঝে না বোঝে না’ টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছিলেন সকলের প্রিয় অরিজিৎ। এই গানের ভিডিওতেও দেখা গিয়েছিল তাঁকে। গিটার হাতে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। মিমি-আবির-পায়েল-সোহমের সঙ্গে তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন স্ক্রিন।
সম্প্রতি অরিজিৎকে নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি ভীষণ পছন্দ করতাম অরিজিৎকে। খুব ইচ্ছে ছিল ওর সাথে একটা ছবি তুলব। তবে আমি জানতামই না এক গাড়িতে আছি আমি আর অরিজিৎ। ও বসেছিল সামনের সিটে আর আমি ছিলাম পেছনের সিটে’।
অভিনেত্রীর সংযোজন, ‘বোলপুরে চলছিল গানের শুটিং। আমি যখন ওকে সামনে থেকে দেখলাম আমি চমকে গেছিলাম। ভেবেই অবাক হয়ে গেছিলাম যে আমরা একই গাড়ি করে আসলাম। অথচ আমি দেখেই চিনতে পারিনি আমার প্রিয় গায়ককে’।
২০১২ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি ‘বোঝে না সে বোঝেনা’। এই ছবিতে অভিনয় করার পরেই বেড়েছিল মিমির জনপ্রিয়তা। যদিও ২০১১ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির হাত ধরে অভিনয় শুরু করেছিলেন তিনি। তবে সেভাবে সফলতা পানি সেই ছবি।