‘মহালয়া করতে ভালোলাগে না’, সিনেমায় কাজ পেতেই অহঙ্কারী মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার চর্চিত সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) শেষ হতে না হতেই বড়পর্দায় সুযোগ পেয়ে গেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আর তাও আবার সোজা দেবের (Dev) বিপরীতে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবের আগামী ছবি ‘প্রধান’র (Pradhan) কাজ। খুব সম্ভবত চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সেই ছবি। তবে তার আগেই এক চরম বিতর্কে জড়িয়ে পড়লেন ছোটপর্দার মিঠাই রানি।

এমনিতে ট্রোলিং এসব সৌমিতৃষার কাছে কোনো নতুন বিষয় নয়‌। এর আগে দেবের সাথে কাজ করার কথা সামনে আসার পর একবার চরম বিতর্কের সম্মুখীন হয়েছিলেন নায়িকা। অনেকেই কটাক্ষের সুরে বলেছিলেন, দেবের ‘পা চেটে প্রধানে কাজের সুযোগ পেয়েছেন তিনি’। অনেকেই তো আবার সৌমিতৃষার খাটো উচ্চতা নিয়েও কটাক্ষ করেছিলেন। তবে সেসবকে কখনোই বিশেষ পাত্তা দেননি ছোটপর্দার মিঠাই।

বরাবরই নিজের শর্তে বাঁচতে পছন্দ করা এই নায়িকা এসব কটাক্ষককে কখনোই বিশেষ পাত্তা দেননি। এই যেমন দিনকয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন প্রধান নায়িকা। এইদিন তার কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন সবটা নিয়েই খোলামেলা আলোচনায় বসেছিলেন নায়িকা।

আরও পড়ুন : বড় চুল, মুখ ভরা দাড়িতে ছবির শ্যুটে মিঠাই-এর ‘সিড’! সেট থেকেই ফাঁস আদৃতের নয়া লুক

আর এই আলাপচারিতার মাঝেই এক ভক্ত প্রশ্ন করে বসেন, ‘আগামী বছর মহালয়ায় কি তোমায় দেখতে পাচ্ছি?’ জবাবে নায়িকা স্পষ্টই বলেন, ‘না। আসলে আমি কখনওই মহালয়ায় পারফর্ম করা উপভোগ করি না। সত্যি বলছি, গত দু’বছর ধরে ওনাদের অনুরোধে আমায় পারফর্ম করতে হয়েছে’। আর অভিনেত্রীর এই মন্তব্যেই চটে গেছে ভক্তদের একাংশ।

আরও পড়ুন : কূটকচালি আর পরকীয়া নয়, রইল দর্শকদের বিচারে সর্বকালের সেরা ৬ বাংলা সিরিয়ালের তালিকা

soumitrisha.jpg

আসলে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী__প্রায় সকলেই মহালয়ায় একটা সুযোগ পাওয়ার জন্য হা পিত্যেশ করে বসে থাকেন। সেখানে সৌমিতৃষার মুখে এই মন্তব্য শুনে বেজায় চটে গেছে ভক্তরা। এমনকি অনেকেই তো মিঠাইকে অহঙ্কারী তকমাও দিয়ে দিয়েছেন। এক নেটিজন লিখেছেন, ‘এমন মানুষদের মহালয়ায় নেওয়াই উচিত না’। যদিও এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি নায়িকা। তার কথায়, হেটার্সও তার ভক্ত, তবে তারা অভিনেত্রীর প্রেমে পড়তে ভয় পান।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর