বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে আপত্তিকর মন্তব্য বিতর্কে অখিল গিরিকে (Akhil Giri) বরখাস্ত করার দাবি জোরালো হচ্ছে। এই মর্মে সোমবার অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্রক্ষিতে এবার পালটা মুখ খুললেন মন্ত্রী অখিল গিরি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমার পদত্যাগ করার কোনও ইচ্ছে নেই। মুখ্যমন্ত্রী যা বলবেন আমি তাই করব।’
এদিন বিধানসভা কক্ষে শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা নিয়ে কোনওরকম অনুশোচনা নেই অখিল গিরির। তিনি বিধানসভার ভিতর হাসহাসি করছিলেন। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘আমি বিরোধীদের অভিযোগ কিংবা স্লোগান নিয়ে হাসাহাসি করিনি। মদন মিত্র সে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর একটি কথা প্রসঙ্গে হেসেছিলাম।’ পাশাপাশি অখিল গিরি আরও বলেন, ‘উনি দেশের সম্মানীয়-শ্রদ্ধেয় সাংবিধানিক প্রধান। আমি ক্ষমা চেয়েছি। তারপরও যদি কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করেন, তাহলে আর কী বলব।’ শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন বলে দাবি করেন রাজ্যের কারামন্ত্রী।
এদিন অখিল গিরির আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ক্ষমা চাইতে হয়েছে, এর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আসলে আমার ধৈর্যচ্যুতি ঘটেছিল। টানা ছয় মাস ধরে আমাকে উত্যক্ত করার চেষ্টা করা হয়েছে। আমার চেহারা নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে আমার ভুল হয়েছিল।’ অখিল গিরিকে পদত্যাগ করতে হবে কিনা তা সময়ই বলবে।