ভারত অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলিকে ঘৃণা করতাম: প্রাপ্তন ইংল্যান্ড অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের হাল ধরে দলের ভাবমূর্তি বদলে দিয়েছিলেন। সৌরভ গাঙ্গুলী শিখিয়ে ছিলেন কেমন ভাবে বিদেশের মাটিতেও মাথা উঁচু করে খেলতে হয়, বিপক্ষ দলের চোখে চোখ রেখে লড়াই করতে ভারতীয় দলকে শিখিয়েছিলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই। মহারাজ যেহেতু নিজেদের দেশের মানুষের নয়নের মনি হয়ে উঠেছিলেন স্বাভাবিকভাবেই তিনি বিদেশীদের কাছে কার্যত শত্রুতে পরিণত হয়েছিলেন। কারণ কোনো দলই চাইবেন না যে তার বিপক্ষ দলে কোনো ভালো ক্রিকেটার বা অধিনায়ক থাকুক।

কয়েকদিন আগে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় অভিযোগ করেছিলেন যে সৌরভ গাঙ্গুলী তাকে টস করতে আসার সময় দাঁড় করিয়ে রাখতেন। আসলে দেরিতে টস করতে আসা সৌরভ গাঙ্গুলির স্ট্যাটেজির অন্যতম প্রধান অঙ্গ ছিল। আর এবার স্টিভ ওয়র সুরেই সুর মেলালেন প্রাপ্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।

905028940acf3907e1297e736da053cd7f3baed77a5d7e46d3a65ef026df3f3b52687488

নাসের হুসেন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী এমনই স্বভাবের মানুষ। যখন ওর বিরুদ্ধে ক্রিকেট খেলতাম তখন ওকে ঘৃণা করতাম। কারণ প্রত্যেক বার টস করার সময় আমাকে দাঁড় করিয়ে রাখত সৌরভ গাঙ্গুলী। আর আমি বারবার তাকে বলতাম সাড়ে দশটা বেজে গিয়েছে এবার আমাদের টস করে নেওয়া উচিত কিন্তু তার সত্ত্বেও সৌরভ গাঙ্গুলীর দেরি করতে টস করতে আসত। তবে ক্রিকেট ছাড়ার পর সৌরভ গাঙ্গুলী সম্বন্ধে আমার ধারণা একেবারেই পাল্টে গিয়েছে। আসলে সৌরভ গাঙ্গুলী খুবই ভালো এবং শান্ত স্বভাবের মানুষ। কিন্তু ক্রিকেট মাঠে যখন খেলতেন তখন একেবারেই অন্য সৌরভ কে দেখতাম। তবে দলের স্বার্থে ক্রিকেটারদের এমনই হওয়া উচিত বলেও জানিয়েছেন নাসের হুসেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর