বাংলাহান্ট ডেস্কঃ জল্পনা, সমালোচনা, কানাঘুষোর পর্দা সরিয়ে এবার সরাসরি বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেদিনীপুরের কলেজের মাঠের শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সভায় হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। সেইসঙ্গে দাদা বলে সম্বোধন করলেন অমিত শাহকে। দাদা ডাক শুনে সকলের সামনেই শুভেন্দুকে ভাই বলে স্বীকৃতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও।
এদিনের সভায় দাঁড়িয়ে অমিত শাহের সঙ্গে প্রথম আলাপের কথা তুললেন শুভেন্দু অধিকারী। সভায় দাঁড়িয়ে তিনি বললেন, ‘অমিত জির সঙ্গে আমার সম্পর্ক কতদিনের আপনারা জানেন? সেই চোদ্দ সাল, যখন তিনি সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন, তখন সেখানে নির্বাচনে জয়লাভ করে ঝড় তুলেছিলেন তিনি। তখন অশোক রোডের একটি ছোট্ট ঘরে উত্তরপ্রদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ জির সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছিলেন। সেদিন কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার কোন কথাই হয়নি’।
এরপর নিজের পূর্বেকার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই করোনাকালে আমি যখন করোনা আক্রান্ত হয়ে পড়লাম, তখন বিগত ২১ বছর ধরে যাদের হয়ে কাজ করছিলাম, তারা একবারের জন্যও কেউ আমার খোঁজ নেয়নি। কিন্তু এই অমিত জি দুবার করে আমার খোঁজ নিয়েছিলেন। তাঁকে শত কোটি প্রণাম জানাই। এমনকি ১৫ ই ডিসেম্বর আমার জন্মদিনেও আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন- আপ আ যাইয়ে, পুরা বাঙ্গাল শুভেন্দুময় হো জায়েগা’।
এই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকদিন আগেই আমি দিদিকে বলেছিলাম, অমিত শাহের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ ছিল। কিন্তু দিদি তখন আমার কথা বিশ্বাস করেননি। এটাই দুঃখ রয়ে গেল’।