শোভনকে খুব মিস করছি! বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে বন্ধু বিরহের কথা বললেন দেবশ্রী

বাংলা হান্ট ডেস্ক : একদিকে মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা নিয়ে মহা নাটক তৈরি হয়েছে তা থেকে কম যায়না বঙ্গের নাম । কারণ যেভাবে রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের মধ্যে দলবদলের পালা চলছে তাতে বঙ্গ রাজনীতি বেশ কয়েকবার উত্তপ্ত হয়েছিল। বিশেষ করে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই যেন এক অন্য ইতিহাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে।

তার সঙ্গে আবার নাম জুড়েছে রায়দিঘির সাংসদ দেব দেবশ্রী রায়ের। তাঁর বিজেপি তে যোগদানের জল্পনা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তিনি নিজেও বিজেপির সদর দফতরে গিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু তার পর ভুলটা বুঝতে পেরে আমার অধিকার কাছে ফিরে এসেছেন। তবে তাঁর রাজনৈতিক পালাবদলের গুঞ্জন কিন্তু রয়েছে আর এর মধ্যে এক বিস্ফোরক দাবি করে বসলেন রায়দিঘির সাংসদ।image 15

মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে অকপটে স্বীকার করলেন তিনি নাকি শোভনকে খুব মিস করছেন। দুজনের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক কারও অজানা নয় যদিও কয়েক মাস ধরে তাতে ছেদ পড়েছে। আর সেই দেবশ্রী রায়ের মুখে হঠাত্ই এমন কথা শুনে কার্যত ভিরমি খাওয়ার অবস্থা হয়েছিল বিধানসভায় উপস্থিত সকলেই। পরে মঙ্গলবার বিধানসভায় প্রবেশ করে সোজা মুখ্যমন্ত্রীর ঘরে চলে গিয়েছেন এবং সেখানে নিজের বিধানসভা এলাকায় প্রবেশ না করতে পারার নালিশ জানিয়েছিলেন দিদির কাছে

তিনি কার থেকে টাকা না নেওয়ার পরেও তাঁর কাছে হুমকিমূলক ফোন আসছে বলেও অভিযোগ তুলেছেন। আর এর পরেই শোভন চট্টোপাধ্যায়কে তিনি মিস করেছেন এমনটাই বলেন । যদিও অবাক হবার কিছু নেই , চমকে ওঠার কিছু নেই কিংবা সন্দেহ করার কিছু নেই কারণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় যেভাবে যে কোনও সমস্যায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁর ক্ষেত্রেও বোধহয় তাই হতো।

বলে ক্ষোভ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হবার পর আস্তে আস্তে দূরত্ব বাড়ে দেবশ্রী রায়ের সঙ্গে।তাই তো দেবশ্রী বিজেপিতে যোগ দিতে গেলে সব থেকে আমি বাধা দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত খবর