‘প্রমিস করছি, আর নয়…’, মিমির পর এবার চিরঞ্জিৎ! তৃণমূল ছাড়ার ইঙ্গিত বিধায়কের?

বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা মাস। তারপরেই শুরু হবে ভোট পরব। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে জল্পনা কল্পনা। আর সেই জল্পনার আঁচ গিয়ে পড়ছে বিনোদন জগতেও‌। কারণ প্রতি বছরই বহু তারকার কাঁধে ভর করে ভোট বৈতরণী পার করতে চায় রাজনৈতিক দলগুলি। এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভরসার কাঁধ হলেন বারাসাত (Barasat) কেন্দ্রের চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।

উল্লেখ্য যে, গত বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে ভোটে জয়ী হন চিরঞ্জিৎ চক্রবর্তী। তবে এবার কি তিনি রাজনীতিকে বিদায় জানাতে চলেছেন? অন্তত বৃহস্পতিবার বারাসাতের অনুষ্ঠানে তিনি যে বক্তৃতা দিয়েছেন তাতে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কী বলেছেন বারাসাতের তারকা বিধায়ক?

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বারাসাতের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ। সেখানেই বেশ অনুযোগের সুরে তিনি বলেন, ‘গতবার আমি হাতজোড় করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমায় ছেড়ে দিন। এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধের সিপাহী নই। তিনি ছাড়েন না কেন জানি না। আর আপনারা ভোট দিয়ে আমায় আবার ফিরিয়ে নেন। মহা মুশকিলের বিষয়। তবে এবার আর নয়। এবার ছাড়ব আমি। কী হবে! আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব। আসবই না এখানে।’

আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য সুখবর, DA-র পাশাপাশি বাড়ল অন্যন্য ভাতাও! গ্র্যাজুইটি বেড়ে এখন ২৫ লক্ষ

তার এই মন্তব্যের পর থেকেই কানাঘুষা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, মিমি, দেবের পর এবার বোধহয় চিরঞ্জিতও তৃণমূলের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে। আসলে দিনকয়েক আগেই প্রথমে দেব এবং তারপর মিমি চক্রবর্তী তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আর এবার একইরকম সুর চিরঞ্জিৎ-র গলাতেও।

আরও পড়ুন : ভোটের মুখে বিরাট ঘোষণা, ফের এক দফায় DA বাড়াল কেন্দ্র! কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

chiranjeet

পরপর তিন তারকা প্রার্থীর তরফ থেকে এরকম দল ছাড়ার ইঙ্গিত আসতেই শুরু হয়েছে জল্পনা। তবে কি আগামী বিধানসভা নির্বাচনে আর দেখা যাবেনা তাকে? যদিও চিরঞ্জিৎ তার বক্তব্য শেষে আবেগ মিশ্রিত গলায় বলেছেন, ‘কিন্তু, ছাড়তেও ইচ্ছে করে না। আমার অন্তরটা এখানে। আমি বারাসতে ভালোবাসি। তাই এখানে আসি। কলকাতার থেকে বারাসত কোনও অংশে কম নয়।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর